বিরল ঘটনা!নিজের বিয়ে অনিশ্চিত হবে জেনেও মাকে কিডনি দিলেন তরুণী

বাংলা হান্ট ডেস্ক: কে বলেছে দেশের কোণায় কোণায় হারিয়েছে দয়া মায়া,শুধুই লালসা আর হিংসা রাজ করছে! এ মন্তব্য আবারও একবার ভুল প্রমাণিত হল,মা, বাবার প্রতি সন্তানের ভূমিকা নিয়ে তোলা অনেক প্রশ্ন তলিয়ে গেল।

নিজের জীবনের ঝুঁকির কথা ভুলে গিয়ে,বিয়ে বাতিল করে মায়ের জন্য কিডনি দান করার ঘটনা যেন বেনজির। অথচ এমনই ঘটল বেঙ্গালুরুতে। পুরো বিষয়টিকে শহরের চিকিৎসকরা ‘বিরল ঘটনা’ বলে আখ্যা দিয়েছেন।যেখানে অবিবাহিত মহিলারা সাধারণত কিডনি দান করেন না। এছাড়া ভবিষ্যতের কথা ভেবে চিকিৎসকরাও কিডনি প্রতিস্থাপন করতে দ্বিধাবোধ করেন।

২১ জুলাই বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডের মণিপাল হাসপাতালে এমনই অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা ঘটল। বাংলাদেশের বংশোদ্ভূত ২৫ বছরের এক মহিলা তাঁর মায়ের জন্য কিডনি দান করলেন। নেফ্রোলজিস্ট শঙ্করন সুন্দর বলেন, ‘বিয়ের ক্ষেত্রে সমস্যার কথা ভেবে অবিবাহিত মহিলার অঙ্গ প্রতিস্থাপনে আমি প্রাথমিকভাবে রাজি হইনি। আমার সবসময়ই মনে হয়, যদি আমার নিজের মেয়ে হত, কী করতাম? কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমি রাজি হই। অবশেষে সবকিছু ভালভাবে মিটেছে। দু’জনেই এখন সুস্থ আছেন। আমি ওর বাবার সঙ্গে দেখা করে বললাম, আপনি খুবই ভাগ্যবান বাবা।’এভাবেই স্নেহ ভালোবাসা বেঁচে থাক,দিকে দিকে ছড়িয়ে পড়ুক এই একান্ত কাম্য।

সম্পর্কিত খবর