দিল্লির আবগারি দুর্নীতির টাকা গোয়া নির্বাচনে লাগিয়েছে আপ! চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির

বাংলা হান্ট ডেস্ক : দিল্লির আবগারি (Delhi Excise Scam) দুর্নীতি নিয়ে আরও বিপাকে আপ। তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাদের চার্জশিটে দাবি করেছে, দিল্লির আবগারি দুর্নীতি থেকে পাওয়া বিপুল অর্থ গোয়ায় ভোটপ্রচারে খরচ করেছে অরবিন্দ কেজরীওয়ালের দল। গত বছর গোয়ার বিধানসভা ভোটে লড়াই করেছিল আপ। দু’টি আসনে জয়লাভও করে ঝাড়ু বাহিনী।

চার্জশিটে ইডি দাবি করেছে, আপ গোয়ায় নগদে ৭০ লক্ষ টাকা একটি খাতে খরচ করে। তদন্তকারী সংস্থার দাবি, আপের পক্ষ থেকে ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক বিজয় নায়ার জানান, প্রচারের কাজের জন্য কয়েক জনকে নিয়োগ করা হয়। তাঁদের সবাইকেই নগদে অর্থ মেটানো হয়েছে। ইডির আরও দাবি করে, বিজয় একটি গোষ্ঠী মারফত ১০০ কোটি টাকা পেয়েছিলেন। সেই টাকা মূলত ‘কিকব্যাক’ টাকা। অর্থাৎ, কোনও কাজ করে দেওয়ার পরিবর্তে উপঢৌকন হিসাবে পাওয়া নগদ অর্থ।

arvind kejriwal

চার্জশিটে আরও দাবি করা হয়েছে, যে গোষ্ঠীর কাছ থেকে বিজয় এই টাকা পান তাতে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ে কে কবিতার পাশপাশি নাম রয়েছে ওয়াইএসআরসিপি সাংসদ এমএস রেড্ডি, তাঁর পুত্র রাঘব মাগুন্টা, অরবিন্দ ফার্মার ডিরেক্টর পি শরৎচন্দ্র রেড্ডিরও। হায়দরাবাদের এক ব্যবসায়ীর মাধ্যমে সেই টাকার হাতবদল হয়। ইডির দাবি, এই চক্রে হায়দরাবাদের ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ রাখতেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার ঘনিষ্ঠ দীনেশ অরোরা।

ইডি এই মামলায় বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অতিরিক্ত চার্জশিট জমা দেয়। অবশ্য সেই চার্জশিটে নেই সিসৌদিয়ার নাম। ইডির দাবি, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এরই মধ্যে এই অতিরিক্ত চার্জশিটকে কটাক্ষ করেছে আপ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর