বাংলাহান্ট ডেস্কঃ বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে। অনেক ক্ষেত্রে জিও এর আগেই তারা অভিনব সুবিধা নিয়ে আসছে।
এবার টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ব্যবহারকারীদের কম দামে আরও বেশি সুবিধা দিতে চলেছে। 4 জি ডেটা ভাউচারে ডেটার পরিমান প্রায় দ্বিগুন করেছে। 11, 21, 51, 101 টাকা মূল্যের ডেটা ভাউচারে দ্বিগুন ডেটা দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
11 টাকার ডেটা ভাউচারে ব্যবহারকারীদের 800 এমবি ডেটা দেওয়া হচ্ছে।
21 টাকার ডেটা ভাউচারে 2 জিবি ডেটা এবং 200 টি লাইভ এফইউপি মিনিট উপলব্ধ করা হচ্ছে।
51 টাকার ডেটা ভাউচারে ব্যবহারকারীদের 6 জিবি ডেটা এবং 500 টি লাইভ এফআপ মিনিট দেওয়া হচ্ছে।
101 টাকার ডেটা ভাউচারে 12 জিবি ডেটা এবং 1000 টি লাইভ এফইউপি মিনিট দেওয়া হচ্ছে।
পাশাপাশি, এই মুহূর্তে প্রত্যেকেরই অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি ডেটা খরচ হচ্ছে।আপনি যদি নিজের ডেটা প্ল্যানে সন্তুষ্ট না থাকেন তাহলে আপনার জন্য রয়েছে কিছু প্ল্যান, যেগুলো প্রতিদিন ২ জিবি পর্যন্ত ডাটা দিয়ে থাকে। রিলায়েন্স জিও (Jio) এর এই প্ল্যান গুলি সম্পর্কে জেনে নিন
বাড়ি বসে কাজের সুবিধার জন্য রিলায়েন্স জিও এনেছে দুর্দান্ত ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান। এই প্ল্যানে 251 টাকায় প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে , যা 51 দিনের জন্য বৈধ। কেবলমাত্র ইন্টারনেট সুবিধাই পাওয়া যাবে এই প্ল্যানে। কোনও কলিং বা এসএমএস সুবিধা পাওয়া যাবে না।
রিলায়েন্স জিও ৪৪৪ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটা দিচ্ছে যে প্ল্যানটি 56 দিনের জন্য বৈধ। তবে Jio থেকে Jio আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস ও অন্যান্য নেটওয়ার্কে ফোন করার জন্য ২০০০ মিনিট পাওয়া যাবে
৫৯৯ টাকার রিলায়েন্স জিও প্লানটিতে 2 জিবি ডেটা ছাড়াও প্রতিদিন 100 বার্তা পাবেন। পাশাপাশি অন্যান্য নেটওয়ার্কে ফোন করার জন্য ১০০০ মিনিট পাওয়া যাবে। এই পরিকল্পনাটি 84 দিনের জন্য বৈধ