বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানের (pakistan) সিন্ধ প্রদেশে (province of Sind) সংখ্যালঘুদের উপর অত্যাচার চালায় পাকিস্তানি সেনারা। তারই প্রতিবাদ করতে পাকিস্তানের রাস্তায় নামেন পাক নাগরিকরা। তারা ব্যানার, প্লাকার্ড হাতে নিয়ে এই অত্যাচারের প্রতিবাদে ‘হাল্লা বোল’ শ্লোগান দেয়।
পাকিস্তানে এই ধরণের ঘটনা কোন প্রথমবার নয়। এই প্রদর্শন সিন্ধি রাজনীতি কর্মকর্তাদের গায়েব করে দেওয়ার জন্য করা হচ্ছে। তাদের দাবী, ‘আমরা সকলেই পাকিস্তানের নাগরিক। আমাদের কাছে ৭০ বছরের নাগরিকত্ব রয়েছে। আমি এখন আপনাদের বলছি আমাদের সঙ্গে কি করা হচ্ছে। এই ২১ শতকে এসে আমাদের উপর কেন অত্যাচার করা হচ্ছে?’
পাকিস্তানি সেনারদের বিরুদ্ধে দেখানো এই প্রতিবাদে সিন্ধিওদের সঙ্গে পস্তুন (Pashtun), কাশ্মীরি (Kashmir) এবং বালুচের (Baloch) বিভিন্ন রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন। এর আগে সিন্ধিতে হিন্দু মেয়েদের অপহরণ এবং তাদের জোর করে ধর্মান্তরিত করার বিষয়ে বারবার পাকিস্তানের নাম উঠে এসেছে। আর সেই কারণেই সিন্ধিয়ারা তাদের নিজেদের মান-সম্মান এবং অস্তিত্ব রক্ষার লড়াইয়ে একজোট হয়েছে।
সম্প্রতি এক নাবালিকা হিন্দু মেয়ের অপরহণ করা হয়। এবং জোর করে তাঁর ধর্ম পরিবর্তন করে তাঁকে বিয়ে দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেই কারণেই UN অফিসের সামনে তাঁর প্রতিবাদে সোচ্চার হয় সিন্ধিবাসী। সিন্ধি প্রদেশে অল্প সংখ্যক হিন্দু বাস করেন। এই নাগরিকদের মধ্যে দেশ কিছু পাকিস্তানি হিন্দুও রয়েছেন। এই হিন্দুদের উপর বিগত কয়েক বছর ধরে পাকিস্তানি সৈন্যরা লাগাতার অত্যাচার চালিয়ে যাচ্ছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) সব সময় মানবাধিকাররে বিষয়ে সোচ্চার হন। কিন্তু সিন্ধ প্রদেশের বিষয়ে তিনি একদমই চুপ করে থাকেন।