বয়সে কারচুপি করার অপরাধে নির্বাসিত ভারতীয় ক্রিকেটার।

এবার বয়সে কারচুপি করার জন্য নির্বাসিত হতে হল দিল্লির ক্রিকেটার প্রিন্স যাদব। এই প্রিন্স যাদব অনুর্দ্ধ 19 বিভাগের ক্রিকেটার। এই বয়স কারচুপির ঘটনা উঠে এসেছে বিসিসিআই এর তদন্তে। বয়সে কারচুপি করার অপরাধে এই ক্রিকেটার কে আগামী দুই বছরের জন্য নির্বাসিত করল বিসিসিআই। অর্থাৎ নির্বাসিত থাকার জন্য এবার 2020-2021এবং  2021-2022 সিজিনে কোনো প্রকার ঘরোয়া ক্রিকেটে অংশ গ্রহণ করতে পারবেন না তিনি।

বয়স কারচুপির ঘটনা দিল্লি ক্রিকেটে নতুন নয়। এর আগেও দিল্লি ক্রিকেটে এমন ঘটনা বহুবার ঘটেছে। জানা গিয়েছে যে বোর্ডের তদন্তে উঠেছে এসেছে প্রিন্সের মাধ্যমিক পরীক্ষায় জন্ম তারিখ রয়েছে 10 ই জুন 1996 অথচ দিল্লি ক্রিকেট বোর্ডে সেটা করা রয়েছে 12 ই ডিসেম্বর 2001। এর থেকেই বয়স কারচুপির ঘটনা বিসিসিআই এর নজরে আসে। এরপরই এই বয়স কারচুপি প্রকাশ্যে চলে আসে।

11561131f602d4d0d410905be7e464886beeb6af

এই অপরাধের শাস্তি হিসাবে বিসিসিআই এর তরফে দু বছরের জন্য নির্বাসিত করা হয়েছে প্রিন্স যাদব কে। এরফলে আগামী 2020 সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন না তিনি। অর্থাৎ এবার দুবছরের নির্বাসন কাটিয়ে একেবারে সিনিয়র পর্যায়ের ক্রিকেটে ফিরতে হবে তাকে।


Udayan Biswas

সম্পর্কিত খবর