বাংলা Hunt : গতকাল সত্যম দফা ভোট শেষ হতেই একের পর এক এক্সিট পোল চালু করেছে ভারতবর্ষের বেসরকারি সংবাদ মাধ্যম, তারা বেশ কয়েক বছর ধরে এবং কয়েক মাস তারা সাধারণ মানুষের উপর সমীক্ষা করে তারা এক্সিট পোল রেজাল্ট বের করেছে। তাতে কিছুটা হলেও পাল্লা ভারী এনডিএ, প্রায় সবকটি জনমত সমীক্ষায় দেখা গেছে ২০১৯এর ক্ষমতায় আসতে চলেছে মোদী সরকার, কিছুটা কমলেও মোদি সরকার যে আবার ক্ষমতা ধরে রাখবে পারবে একথা বিভিন্ন এক্সিট পোল এ দেখা গেছে। এই সমীক্ষা কে গুরুত্ব দিতে নারাজ বিরোধিতা।
দিল্লিতে রাহুল গান্ধীর সাথে বিরোধী আঞ্চলিক দলগুলো মিটিং করেছে এবং আজ মুখ্যমন্ত্রীর মমতার সাথে দেখা করতে এসেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ফলে ২৩ তারিখের দিকে নজর রাখতে হবে কিন্তু সবার নজর বাংলায় বাংলায় কি হয়? এবিপি আনন্দ সমীক্ষা দেখিয়েছে তাতে ২৪টি আসন পেতে পারে তৃণমূল,বিজেপি পেতে পারে ১৬টি আসন কংগ্রেস২টি সিপিএম একটি আসুন পেতে পারে।
যদি তাই হয় তাহলে ২০১৪ সাল থেকে তৃণমূলের বেশ কয়েকটি আসুন কমবে, যা আগামী দিন বিজেপিকে প্রচন্ড শক্তিশালী করতে পারে এবং তারা সরকার ভেঙে দেওয়ার দিকে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সবই জানা যাবে ২৩ তারিখে রেজাল্টের পর।