রাজস্থানে গেরুয়া থাবা, মধ্যপ্রদেশে কড়া টক্কর! রবিবার পাঁচ রাজ্যের ফল! কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

বাংলা হান্ট ডেস্ক: পাঁচ রাজ্যে ভোট শেষ! আগামী রবিবার ভোটগণনা। কোন রাজ্যে কে এগিয়ে? কোন‌ দল কোন রাজ্য গঠন করবে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এরই মধ্যে ভোট শেষ হতে বুথ ফেরত সমীক্ষার (Exit Poll) আসতে শুরু করেছে। কী বলছে সেই সমীক্ষা?

মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) কী হতে পারে? জন কী বাত-এর সমীক্ষা বলছে, ২৩০টি আসনের মধ্যে মধ্যপ্রদেশে বিজেপি (BJP) পেতে পারে ১০০-১২৩টি আসন, কংগ্রেস পেতে পারে ৬২-৮৫টি আসন। অন্যান্যরা পেতে পারেন শূন্য থেকে পাঁচটি আসন। অর্থাৎ এক্ষেত্রে মধ্যপ্রদেশে ত্রিশঙ্কু হলেও হতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত।

রাজস্থান: জন কী বাত-এর সমীক্ষা বলছে, ১৯৯ আসনের মধ্যে রাজস্থানে বিজেপি পেতে পারে ১০০-১২২টি আসন, কংগ্রেস (Congress) পেতে পারে ১০২-১২৫টি আসন। অন্যান্যরা পেতে পারেন শূন্য থেকে পাঁচটি আসন। অর্থাৎ, পুরোনো রীতি মেনেই বিজেপি রাজস্থানে পাঁচবছর পর ফের ক্ষমতায় আসতে পারে।

ছত্তিশগড়: ছত্তিশগড়ে এবারে কড়া টক্করের মুখোমুখি হতে পারে কংগ্রেস। গত বছর ৯০টি-র মধ্যে ৬৮ আসন পাওয়া কংগ্রেস এবারে পেতে পারে ৪২-৫৩টি আসন। অন্যদিকে, জন কী বাত-এর সমীক্ষা বলছে, বিজেপি এরাজ্যে পেতে পারে ৩৪-৪৫টি আসন। অন্যানদের ঝুলিতে যেতে পারে তিনটি আসন।

তেলেঙ্গানা: তেলেঙ্গানায় কি তৃতীয়বারের জন্য ক্ষমতায় কেসিআর সরকার? জন কী বাত-এর সমীক্ষা অন্তত তা বলছে না। শুধু তাই নয়, অধিকাংশ সমীক্ষাই কেসিআর-এর পক্ষে নেই। জন কী বাত-এর মতে, তেলেঙ্গানায় এবারে কংগ্রেস সরকার গড়তে পারে। ৪৮-৬৪টি আসন পেতে পারে হাত শিবির। অন্যদিকে, বিআরএস পেতে পারে ৪০-৪৫টি আসন। বিজেপি তেলেঙ্গানায় ৭-১৩টি আসন পেতে পারে।

bjp congress

মিজোরাম: মিজোরামের ৪০টি আসনে মূলত আঞ্চলিক দলই সম্মুখ সমরে লড়াই করছে। জন কী বাত-এর সমীক্ষা বলছে, এমএনএফ পেতে পারে ১০ থেকে ১৪টি আসন, কংগ্রেস পেতে পারে ৫-৯টি আসন, বিজেপি পেতে পারে সর্বাধিক দুটি আসন। তবে ১৫-২৫টি আসন পেয়ে ক্ষমতা দখল করতে পারে জেডপিএম।

 

Monojit

সম্পর্কিত খবর