২২ থেকে ১১! ভাঙনের ইঙ্গিত ঘাসফুলে, ৩০’র কাছে আসন মিলতে পারে BJP’র, সমীক্ষা রিপোর্ট

বাংলাহান্ট ডেস্ক : আজ শনিবার ছিল বাংলায় সপ্তম দফার নির্বাচন। লোকসভা নির্বাচন (Loksabha Election) শেষ হতেই এখন অপেক্ষা ভোটের রেজাল্টের। বাংলায় কে কত আসন পাবে, তা নিয়ে শুরু হয়েছে চুল ছাড়া বিশ্লেষণ। নানান সমীক্ষা করছে বিভিন্ন সংস্থা। সেরকমই রিপাবলিক ভারত এবং ম্যাট্রিজের সমীক্ষার রিপোর্ট এল সামনে। সেই রিপোর্ট অনুযায়ী, বাংলায় বিজেপি ২১-২৫টি আসনে জিততে পারে।

তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে সর্বাধিক ষোল থেকে কুড়িটা আসন। মাত্র একটি আসনে জিততে পারে কংগ্রেস। আর আসন্ন শূন্য হবে লাল শিবির। অন্যদিকে রিপাবলিক বাংলার বুথফেরত রিপোর্ট বলছে, অন্য কথা। সমীক্ষ অনুযায়ী, ২২টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। ২০টি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস। আর বামেরা এবং কংগ্রেস বাংলা থেকে পুরোপুরি সাফ হয়ে যাবে।

   

আরোও পড়ুন : মাস গেলে আসবে ১০ হাজার! SBI’র SWP করলেই খুলবে কপাল, কীভাবে করবেন বিনিয়োগ?

হ্যাঁ, এমনটাই বলছে রিপাবলিক বাংলার বুথ ফেরত রিপোর্ট। সামনে এল জন কি বাতের সমীক্ষাও। সেই সমীক্ষা অনুযায়ী, ২১-২৬টি আসনে জিততে পারে গেরুয়া শিবির। তৃণমূলের ঝুলিতে যেতে পারে ১৬-১৮টি আসনে। সর্বোচ্চ দুটি আসনে জিততে পারে কংগ্রেস দল। আর সর্বোচ্চ একটি আসনে জিততে পারে বামেরা।

আরোও পড়ুন : বঙ্গে বাড়ছে BJP, ক্ষতি TMC-র! খাতা খুলছে বামও! বাংলাহান্ট Pollstreet-র Exit Poll-এ বড় তথ্য

এদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে যাবে বিজেপি। বলছে দুটি বুথফেরত সমীক্ষার রিপোর্ট। বিজেপি ২১টি আসনে জিততে পারে। ১৯টি আসনে নেমে যেতে পারে তৃণমূল। বলছে ইন্ডিয়া নিউজ-ডি-ডায়নামিক্সের এক্সিট পোলের রিপোর্ট।আবার ২১-২৫টি আসনে জিততে পারে বিজেপি বলে দাবি করেছে রিপাবলিক ভারত-ম্যাট্রিজের সমীক্ষা। তৃণমূলের আসন সংখ্যা হতে পারে ১৬-২০।

loksabha vote f

পশ্চিমবঙ্গে ২২টি লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে  জিতেছিল তৃণমূল কংগ্রেস। ১৮টি আসন গিয়েছিল গেরুয়া শিবিরের ঝুলিতে। কংগ্রেস জিতেছিল মাত্র দুটি আসনে। বামেরা অবশ্য খাতা খুলতে পারেনি। সব দলেরই দাবি, এবার নাকি আসন সংখ্যা বৃদ্ধি পাবে। তবে কত আসন বৃদ্ধি পাবে, সেটা জানতে এখন অপেক্ষা ৪ জুনের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর