রাজ্যকে গ্রিন সিগন্যাল! হাইকোর্টের নির্দেশ মতো আজ থেকেই শুরু হয়ে গেল ‘এই’ কাজ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আগেই গ্রিন সিগন্যাল পেয়েছিল রাজ্য (Government of West Bengal)! পদক্ষেপ নিতে আর কোনও বাধা নেই, জানিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ১ মার্চ থেকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ। সেই অনুযায়ী আজ থেকেই শুরু হয়ে গেল আমডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ।

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কাটল জটিলতা!

বহুদিন ধরে আটকে ছিল আমডাঙায় ১২ নং জাতীয় সড়ক সম্প্রসারণ করার কাজ। জটিলতা কাটাতে একাধিকবার জমিদাতাদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI), প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও বারবার স্থানীয় লোকজনের বাধার কারণে আটকে যাচ্ছিল সেই কাজ।

অবশেষে গত ফেব্রুয়ারি মাসে স্থানীয় জবরদখলকারীদের বিরুদ্ধে পদক্ষেপে রাজ্যকে সবুজ সংকেত দিয়ে দেয় হাইকোর্ট। ১ মার্চ থেকে সম্প্রসারণ শুরু করার নির্দেশ দেয় প্রধান বিচারপতি শিবজ্ঞানমের (Justice TS Sivagnanam) ডিভিশন বেঞ্চ। সেই মতো আজ থেকে শুরু হয়ে গেল কাজ।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের বিরুদ্ধে নবান্নে অভিযোগ! হঠাৎ কী হল? জোর শোরগোল

জানা যাচ্ছে, এদিন প্রশাসনের উচ্চপদস্থ কর্তা, পুলিশ বাহিনী, র‍্যাফ উপস্থিত ছিল সেখানে। কোনও প্রকার বিশৃঙ্খলা যাতে না দেখা দেয়, সেই কারণে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এই কড়া নিরাপত্তার বেষ্টনীতেই আমডাঙায় ১২ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়।

Calcutta High Court

উল্লেখ্য, বারাসাতের ডাকবাংলো মোড় থেকে শুরু হয়েছে এই জাতীয় সড়ক। যা কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম রাস্তা। বহুদিন আগেই জেলা সদর থেকে শুরু করে আমডাঙার সন্তোষপুর অবধি রাস্তা সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছে। তবে সন্তোষপুর থেকে রাজবেড়িয়া মোড় অবধি কিছুতেই কাজ এগোনো যাচ্ছিল না। এই নিয়ে উচ্চ আদালতে (Calcutta High Court) মামলা হয়। অবশেষে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো কাটল সেই জটিলতা। আজ থেকে শুরু হল কাজ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X