রোহিতকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ভুল করতে না করছে বিশেষজ্ঞরা! বড় ধাক্কা খাবে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এইমুহূর্তে চলতি ওডিআই বিশ্বকাপে (2023 ODI World Cup) বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। টুর্নামেন্টে পরপর চার ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে শীর্ষে রোহিত শর্মারা (Rohit Sharma)। দলের প্রত্যেক তারকা ক্রিকেটার অসাধারণ ছন্দে রয়েছে। সব মিলিয়ে বেশ একটা খুশি খুশি মনোভাব বিরাজ করছে দলে।

কিন্তু এর মধ্যেও একটা বিষয় ভারতীয় দলের সমর্থকদের অত্যন্ত ভাবাচ্ছে। আর সেই বিষয়টি হলো প্রত্যেক ম্যাচে ভারতীয় দলের টসের সিদ্ধান্ত অনুযায়ী রান তাড়া করার সিদ্ধান্তটি। ভারতীয় দল এখনও অবধি টুর্নামেন্টের চারটি ম্যাচেই রান তাড়া করে ম্যাচ জিতেছে।

এর অর্থ হলো প্রথমে বড় স্কোর তুলে তারপর সেটি ডিফেন্ড করার ব্যাপারে চলতি বিশ্বকাপে এখনও অবধি ভারতীয় দলকে পরীক্ষায় বসতে হয়নি। কিন্তু এখনো টুর্নামেন্টে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দলগুলোর বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। ভারতীয় সমর্থকরা আশা করবেন কিন্তু ওই পরীক্ষাতেও সফলভাবে উত্তীর্ণ হবেন।

rohit alone top

কিন্তু এখানে একটা বড় প্রশ্ন শুনবে থেকে যায় ভারতীয় দলের বোলিংকে নিয়ে। স্পিনাররা ফর্মে থাকলেও বুমরা বাদে ভারতীয় দলের পেস বোলিংয়ের দায়িত্ব থাকা বাকি বোলাররা ধারাবাহিক নয়। এই বিষয়টি তাদের পরবর্তী ম্যাচগুলিতে সমস্যায় ফেলতে পারে। বিশেষ করে অলরাউন্ডার হিসেবে দলে থাকা সত্ত্বেও যেভাবে বোলিং এবং ব্যাটিংয়ে ভূমিকাতেই বিন্দুমাত্র প্রভাব ফেলতে ব্যর্থ হওয়া শার্দূল ঠাকুর। তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে বারবার।

আরও পড়ুন: বিশ্বকাপে ভারতীয় দলের সবচেয়ে ধারাবাহিক দুই ক্রিকেটার কে? কোহলি বা রোহিত নেই তালিকায়

হার্দিক পান্ডিয়া চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচটিতে উপস্থিত থাকছেন না। ওই ম্যাচে দলে প্রবেশ করতে পারেন না কারোটা পেসার মহম্মদ শামি, যিনি এখনো অবধি বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি। অথচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে এবং এশিয়া কাপে একটি মাত্র ম্যাচে সুযোগ পেয়ে তিনি রীতিমতো প্রশংসনীয় বোলিং করেছিলেন। এবার বিশ্বকাপে সুযোগ পেলেও তিনি হয়তো ভালোই বোলিং করবেন। অনেকেই পরামর্শ দিচ্ছেন হার্দিকের জায়গায় শামি ফিরলে ব্যাটিংকে শক্তিশালী করার জন্য শার্দূল ঠাকুরকে বাইরে রেখে সূর্যকুমার যাদব বা ঈশান কিষাণকে দলে ফেরানো যেতে পারে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর