বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক বিতর্ক সৃষ্টি হয়েছে। রাস্তায় রাস্তায় বিক্ষোভে নেমেছে অসংখ্য মানুষ। সূত্রের খবর, গত 10 ই জুন কুয়েতে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ভারতীয় এবং বেশ কিছু মুসলিম প্রবাসীরা একটি বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। এই বিক্ষোভ চলাকালীন প্রাক্তন বিজেপি নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি পয়গম্বর মহম্মদের সমর্থনে স্লোগান পর্যন্ত দেয় তারা। এরপর অবশ্য তাদের সকলকে গ্রেপ্তার করা হয় বলে খবর।
উল্লেখ্য, কুয়েত সরকারের আইন অনুযায়ী দেশের ভিতরে প্রবাসীদের বিক্ষোভ কিংবা আন্দোলন করা অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় এবং সেই কারণে বিক্ষোভকারীদের সকলকে গ্রেফতার করা হয়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত শুক্রবার ভারতীয় সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা পয়গম্বর ইস্যুতে নূপুর শর্মার বক্তব্যের প্রতিবাদ জানানোর জন্য কুয়েতের পাহাহিল এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। তবে এহেন আন্দোলন কিংবা বিক্ষোভ সমাবেশের অনুমতি না থাকায় শেষ পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
এই সংক্রান্ত একটি ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে, যেখানে বিক্ষোভকারীদের ‘আল্লাহু আকবার’ স্লোগান দিতে দেখা যায়। তবে এরপর সেখানে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী এবং পরবর্তীতে বিক্ষোভকারীদের ট্রাকে তুলে সরানো হয়। সূত্রের খবর, বর্তমানে বিক্ষোভকারীদের গ্রেফতার করার পাশাপাশি তাদের ভিসা বাতিল করতে চলেছে সরকার এবং তাদের নির্বাসন কেন্দ্রে পর্যন্ত পাঠানো হতে চলেছে। এমনকি, বিক্ষোভকারীদের আজীবন নির্বাসিত করতে চলেছে কুয়েত।
Expats who took part in Fahaheel protest to be deported#Kuwait #Expats #India #ProphetMuhammad #NupurSharma #Nupur_Sharma #Muslimshttps://t.co/Q9nrvNRhHu
— ARAB TIMES – KUWAIT (@arabtimeskuwait) June 11, 2022
সম্প্রতি, বিজেপির মুখপাত্র নূপুর শর্মা একটি ভিডিও পোস্ট করেন, যেখানে জ্ঞানবাপী মসজিদ প্রসঙ্গে মন্তব্য প্রকাশ করতে গিয়ে তিনি এক বিতর্কিত বক্তব্য পেশ করেন। আর তারপর থেকেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে পড়ে। পরবর্তীতে, ভারত সরকারের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয় এবং নূপুর শর্মা নিজেও সকলের কাছে ক্ষমা চান। তবে এরপরেও ইরান, ইরাক ও কুয়েতের মতো দেশগুলো ভারতের ওপর এই সংক্রান্ত বিষয়ে চাপ বাড়িয়ে চলে। এমনকি ভারত বয়কটের ডাক পর্যন্ত দেওয়া হয়।