ভারতের কিছু রাজকীয় হোটেল, যেখানে এক রাতের ভাড়া লক্ষ লক্ষ টাকা

বহির্বিশ্বে এখনও কিছু দেশ আছে যারা ভারতকে গরীব দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে থাকে। কারণ তাঁদের কছে ভারত এমন একটি দেশ যেখানে গরীব মানুষের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি, যেখানে রয়েছে মশা মাছিসহ নানাধরনের পোকামাকড়র আঁতুড়ঘর। ঠিক যেমনটা হলিউডের সিনেমায় দেখানো হয়। তবে আপনি জানেন এই ভারতেই রয়েছে এমন কিছু রাজকীয় হোটেল, যেখানে এক রাত কাটাতে গেলে আপনাকে খরচ করতে হবে লক্ষ লক্ষ টাকা…

মুম্বাইয়ের তাজমহল প্যালেস- গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনের এই রাজকীয় হোটেলটি মুরিশ, ওরিয়েন্টাল এবং ফ্লোরেনটাইন শৈলীতে নির্মিত। তবে ২০০৮ সালের সন্ত্রাস হামলার পর, ২০১০ সাল থেকে আবারও নিজের পুরোনো ধাঁচে ফিরিয়ে আনা হয়েছে এই হোটেলটিকে। এই হোটেলে এক রাত কাটাতে হলে আপনাকে খরচ করতে হবে প্রায় ৩৫ থকে ৪০ হাজার টাকা।

Expensive Hotels

জয়পুরের রামবাগ প্যালেস- একসময়কার জয়পুরের মহারাজার বাড়ি রামবাগ প্যালেস এখন ঐতিহ্যবাহী হোটেলে রূপান্তরিত হয়েছে। দুর্দান্ত স্থাপত্য, সবুজ বাগান এবং সমৃদ্ধ ইতিহাসের রাজকীয় চেহারার মোড়া এই হোটেলে থাকলে নিজেকে রাজ পরিবারের সদস্য বলেই মনে হবে। এখানে এক রাত কাটাতে হলে আপনাকে ২৪ হাজার থেকে ৪ লক্ষ টাকা খরচ করতে হবে।

যোধপুরের উমেধ ভবন প্রাসাদ- ১৯২৮ থেকে ১৯৪৩ সাল নাগাদ তৈরি হওয়া এই প্রাসাদটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বাড়ি। রাজস্থানের যোধপুরের এই রাজবাড়ির একটা অংশে রাজ পরিবারের মানুষজন বসবাস করেন। এই প্রাসাদের এক রাতের ভাড়া প্রায় ২১ হাজার থেকে সর্বোচ্চ ৪ লক্ষ টাকা।
হায়দ্রাবাদের তাজ ফলকনুমা প্যালেস- বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির প্রাক্তন বাড়ি। হায়দ্রাবাদের শেষ নিজাম তাজ ফলকনুমা প্রাসাদ অতুলনীয় জাঁকজমক এবং কবজ দিয়ে ভরা। নিজাম স্যুটটি ব্যক্তিগতভাবে প্রিন্সেস এজরা ডিজাইন করেছেন। এটিতে একটি ব্যক্তিগত সুইমিং পুল, ভার্সেস ক্রোকারিজ, অন কল বাটলার এবং চমৎকার ইউরোপীয়, মুঘল এবং রাজস্থানী অনুপ্রাণিত ইন্টেরিয়র রয়েছে। এখানে এক রাতের ভাড়া সাড়ে ৭ লক্ষ টাকা।

Subhajit
Subhajit

আমি শুভজিৎ মাজি, কালিপুর মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট। বিগত ৪ বছর ধরে ডিজিটাল সংবাদমাধ্যমে কর্মরত। মূলত রাজনীতি ও আন্তর্জাতিক খবর প্রকাশনার মাধ্যমে পবিত্র গণতান্ত্রিক অধিকার-সংরক্ষনের পবিত্র নৈতিক দায়িত্ব পালন করি।

সম্পর্কিত খবর