বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচন।সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সি ভোটার জনমত সমীক্ষায় ইঙ্গিত, ওই তিন রাজ্যে আবার ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। ঝাড়খণ্ডে জোট না-হলে বিরোধীদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে পারে গেরুয়া শিবির।
গত ১ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে তিন রাজ্যের ৭২টি লোকসভা কেন্দ্র এবং ৪৫৯টি বিধানসভা আসনের ১২,৯২৭ জন ভোটাদাতার সঙ্গে কথা বলে সমীক্ষার রিপোর্টটি তৈরি হয়েছে। এই ধরনের সমীক্ষা সব সময়ে বাস্তবের সঙ্গে মেলে না। কিন্তু সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে।
স্বাধীন ভারতে সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে ধীরে ধীরে স্থান করে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিভিন্ন রাজ্যের বিধানসভায় ভালো অবস্থানে উঠে আসছে দলটি। বিপরীতে ধারাবাহিক পতনের মুখে কংগ্রেস
স্বাধীন ভারতে অর্ধশতাব্দীর বেশি সময় সরকার পরিচালনা করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। ২০১৩ সালের সাধারণ নির্বাচনে চরম ভরাডুবি হয় দলটির। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। এক সময় অধিকাংশ রাজ্যের বিধানসভা কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকলেও এখন মাত্র কয়েকটি এসে পৌঁছেছে
২০১৫ সালের এপ্রিল মাসের পরিস্থিতি অনুসারে, বিজেপি আটটি রাজ্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল: গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান, গোয়া, হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, নাগাল্যান্ড, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরি – এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিজেপির জোটসঙ্গীরা (এনডিএ) শাসনক্ষমতায় রয়েছে। উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও দিল্লিতে বিজেপি অতীতে একক সংখ্যাগরিষ্ঠ দল ছিল। এছাড়াও ওড়িশা ও বিহারে এই দল জোট সরকারের সঙ্গী ছিল।