বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানের (Pakistan) পেশোয়ারে (Peshwar) ভয়াবহ বিস্ফোরণ। সোমবার দুপুরের নমাজের সময় পুলিস লাইন এলাকার এক মসজিদে এই বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু এবং ১০০-রও বেশি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশংকা প্রকাশ করা হয়েছে। বিস্ফোরণের দায় এখনও কোনও জঙ্গিগোষ্ঠী স্বীকার করেনি বলে জানা যাচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যমে সূত্রে খবর, এই হামলা ছিল আত্মঘাতী। হামলাকারী নমাজের সময় একেবারে সামনে ছিল। সেই ঘটায় এই বিস্ফোরণ। যাঁদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তাঁদের মধ্যে অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক হওয়ায় মৃত ও আহতের সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই মনে করছে পাক প্রশাসন।
এলাকাটি সম্পূর্ণ সিল করে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। ওই এলাকায় শুধুমাত্র অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় এক পুলিস কর্তা জানান বিস্ফোরণে মসজিদের একাংশ ধসে যায়। সেখানে বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে আশঙ্কা।
এই হামলার পরই খাইবার পাখতুনখোয়া সরকারের পক্ষ থেকে পেশোয়ার শহরে স্বাস্থ্য বিভাগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানকার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার আদেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে গুরুতর আহত ১৫ জনের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পেশোয়ারে নমাজের সময় হওয়া সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন। টুইটারে তিনি মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় গোয়েন্দাদের তথ্য সংগ্রহ ব্যবস্থার উন্নতি করা এবং পুলিস বাহিনীকে আরও শক্তিশালী করে তোলার ওপরে জোর দিয়েছেন তিনি