পড়ে থাকা ব্যাগ তুলতেই মর্মান্তিক কাণ্ড! বিস্ফোরণে হাত উড়ে গেল ছাত্রের, চাঞ্চল্য করিমপুরে

বাংলা হান্ট ডেস্কঃ ভোট পূর্বে ফের রক্তাক্ত হল ছাত্রের জীবন। ডাস্টবিনের পরিত্যক্ত ব্যাগ খুলতেই ফাটল বোমা (Bomb Blast), জোরালো বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল চারিদিক। ছিন্নভিন্ন হয়ে পরে রইল ছাত্রের (Student) হাত। শনিবার ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) করিমপুর এলাকার অন্তর্গত রেগুলেটেড মার্কেটে।

জানা গিয়েছে, আহত ছাত্রের নাম নীলেশ মণ্ডল। করিমপুরের বাসিন্দা নীলেশ নাজিরপুর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির ছাত্র সে। সূত্রের খবর, এদিন করিমপুর রেগুলেটেড মার্কেট দিয়ে যাওয়ার সময় ডাস্টবিনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। এরপর কৌতূহলের বশে সেই ব্যাগে হাত দিতেই দুর্ঘটনা। বোমা বিস্ফোরণে ছাত্রের ডান হাতের বেশ কিছু ছিন্নভিন্ন হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

বিস্ফোরণের শব্দ পেয়ে ছুটে আসেন আশেপাশের লোকজন। আহত ছাত্রকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় করিমপুর হাসপাতালে। তবে তার চোট গুরুতর হওয়ায় তৎক্ষণাৎ তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

bomb

চিকিৎসকরা জানিয়েছেন বিস্ফোরণে ওই যুবকের ডান হাতের ৩টি আঙুল ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। এই বিষয়ে আহত হাসপাতালের বিছানায় শুয়ে আহত নীলেশ বলে, গুলেটেড মার্কেট এলাকায় ওই ব্যাগ পড়ে থাকতে দেখে তা হাতে তুলে নিতেই বিস্ফোরণ হয়। ব্যাগের ভেতরে দুটি সকেট বোমা ছিল বলে জানায় নীলেশ।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। কে বা কারা সেখানে বোমা ভর্তি ব্যাগটি রেখে গেল সেই নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্যে পর পর নিত্যদিন বোমা উদ্ধারের ঘটনায় যথেষ্টই উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। প্রসঙ্গত, গতকালই বীরভূমের মাড়গ্রামের দুই জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটে। এরই মধ্যে এবার নদিয়ায় একই ঘটনা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর