পরপর চারটি বিস্ফোরণে কেঁপে উঠলো আফগানিস্তান! ১৮ জনের মৃত্যু, জখম বহু

ফের একবার বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। এদিন উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরীফ শহরের অন্তর্গত একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। সূত্রের খবর, এই বিস্ফোরণের ঘটনায় প্রায় 18 জন মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষের আহত হওয়ারও খবর মিলেছে। স্থানীয় তালিবান সেনা সূত্রে এই খবরটি উঠে এসেছে। তালিবান কমান্ডার প্রধানের কথায়, “এদিন মসজিদের ভেতরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যেখানে বহু মানুষের মৃত্যু এবং জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে।’

অপরদিকে, কাবুলের হাজারা নামক এলাকায় একটি স্কুলের ভিতর একইভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে 6 জনের মারা যাওয়ার মিলেছে। এই ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও এদিন নঙ্গরহার এবং কুন্দুজের মতো এলাকাতেও বিস্ফোরণ ঘটনা ঘটে। কাবুলের অন্তর্গত এক স্কুলে বিস্ফোরণের ঘটনা নিয়ে সেখানকার পুলিশ মুখপাত্র বলেন, ,”আব্দুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একাধিক মানুষের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।”

প্রধানত কাবুলের এই এলাকায় হাজারা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এবং অতীতেও তারা একাধিকবার জেহাদি ইসলামিক স্টেট জঙ্গিদের হামলার শিকার হয়েছেন। ফলে এসকল ঘটনার পেছনে এই সংগঠনের হাত রয়েছে কিনা, সে বিষয়ে বর্তমানে খতিয়ে দেখছে প্রশাসন।

সম্প্রতি, আফগানিস্তানে তালিবানরা পুনরায় ক্ষমতায় আসে। দেশের বুকে বিধ্বংসী হামলার পর তারা আফগানিস্তানে নিজেদের শাসন কায়েম করে। এবং সেই সময় থেকেই আশঙ্কা করা হয়েছিল যে আফগানিস্থানে মানুষেরা পুনরায় এক অন্ধকার শাসন দেখতে চলেছে, বর্তমানে সেই আশঙ্কা ই সত্যি হলো।

Sayan Das

সম্পর্কিত খবর