রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নয়া মোড়? জেলেনস্কির ভবিষ্যদ্বাণীর পরেই পুতিনের লিমুজিনে বিস্ফোরণ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবার একটি বড় মোড় নিয়েছে। এখন এই লড়াই আর রাশিয়ান সেনাবাহিনী এবং ইউক্রেন সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। পাশাপাশি, কোনও অসামরিক বা সামরিক ভবনকেও “টার্গেট” করা হয়নি। বরং, রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের (Vladimir Putin) কনভয়ের বিলাসবহুল লিমুজিনে বিস্ফোরণ ঘটেছে। এদিকে, কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা এখনও নিশ্চিত হওয়া না গেলেও এই বিস্ফোরণ নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরণের ত্রুটির ইঙ্গিত দিয়েছে।

পুতিনের (Vladimir Putin) লিমুজিনে বিস্ফোরণ:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পুতিনের (Vladimir Putin) শীঘ্রই মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন। এরপর জনগণের সন্দেহ এই নিয়ে বাড়তে থাকে যে জেলেনস্কি নিজেই পুতিনের মৃত্যুর পরিকল্পনা করেছেন এবং তাঁর কনভয় পর্যন্ত পৌঁছেছেন। মস্কোতে এফএসবি সদর দফতরের বাইরে বিস্ফোরণটি ঘটে। তবে এই বিস্ফোরণে কোনও হতাহতের খবর নেই। প্রচণ্ড বিস্ফোরণের পর লিমোজিনে আগুন ধরে যায়। ইঞ্জিন থেকে আগুন বের হয়ে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনার সময়কার ফুটেজে দেখা যায়, ইমারজেন্সি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

জেলেনস্কি কী ভবিষ্যদ্বাণী করেছিলেন: আমেরিকার মধ্যস্থতায় একটি মিডিয়া চ্যানেলের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট জেলেনস্কি পুতিনের (Vladimir Putin) স্বাস্থ্য নিয়ে মন্তব্য করেছিলেন। রাশিয়ার রাষ্ট্রপতির স্বাস্থ্যের অবনতির জল্পনার মধ্যেই ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি জানান, “ভ্লাদিমির পুতিন শীঘ্রই মারা যাবেন।” তিনি আরও বলেন, পুতিনের শীঘ্রই মৃত্যু একটি সত্য।এদিকে, এই ভবিষ্যদ্বাণীর মাত্র কয়েকদিন পরেই এই বিস্ফোরণ ইউক্রেন সরাসরি পুতিনকে টার্গেট করছে কিনা তা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। তবে, এই বিস্ফোরণের পেছনে কারা রয়েছে তা তদন্তের পরই জানা যাবে। কিন্তু পুতিনের গাড়ির বহরে এই বিস্ফোরণ রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: এবার ঝড় তুলবে KKR! ফিট হয়ে মাঠে নামতে প্রস্তুত এই বিধ্বংসী প্লেয়ার, বেজায় খুশি অনুরাগীরা

রাশিয়া ১৭২ টি ড্রোন নিক্ষেপ করেছে: শান্তি আলোচনার জন্য নিরন্তর প্রচেষ্টা সত্বেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত রয়েছে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট টুইটারে জানান যে, রাশিয়া ১৭২টি ড্রোন নিক্ষেপ করেছে। সেখানে জানানো হয় “গত রাতে, রাশিয়া ১৭২ টি স্ট্রাইক ড্রোন উৎক্ষেপণ করেছে। এর মধ্যে ১০০ টিরও বেশি গুলি করে ধ্বংস করা হয়েছে। এই বড় আকারের ড্রোন হামলা এখন প্রায় প্রতিদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। এছাড়াও, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ক্ষেপণাস্ত্রের বিপদও রয়ে গেছে।”

জোলেনস্কি আরও বলেছেন যে, “আমাদের অংশীদারদের অবশ্যই স্পষ্টভাবে বুঝতে হবে. এই আক্রমণগুলি কেবল ইউক্রেনের নাগরিকদের উপর নয়, সমস্ত আন্তর্জাতিক প্রচেষ্টার ওপরেও হচ্ছে। আমরা এই যুদ্ধের অবসান ঘটাতে সেই কূটনীতি ব্যবহার করার চেষ্টা করছি।”

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X