প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জম্মু সফরের দিনেই চাঞ্চল্য! সভাস্থল থেকে মাত্র 12 কিমি দূরে বিস্ফোরণ

2019 সালের 5 ই আগস্ট কেন্দ্র সরকারের দ্বারা কাশ্মীরে 370 ধারা বাতিল এবং এর ফলে জম্মু ও কাশ্মীর বিভক্ত হয়ে যায় দুই ভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলে । কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের পর উভয় অঞ্চলের মানুষের মধ্যে বিক্ষোভ থেকে শুরু করে একাধিক ঝামেলার ঘটনা সামনে আসে। সেই ধারা প্রত্যাহারের পর পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে এদিন প্রথম কাশ্মীর সফরে এসে পৌঁছেছেন নরেন্দ্র মোদি। আর তার মাঝেই রবিবার মোদির সভাস্থল থেকে মাত্র 12 কিমি দূরে বিস্ফোরণের খবর এসে পৌঁছালো।

সূত্রের খবর, রবিবার সকালে আচমকা জম্মুর লালিয়ান গ্রামে বিস্ফোরণ ঘটে। সভাস্থল থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া মাত্র সেখানে হাজির হয় প্রশাসন। ঘটনাস্থলে খুঁটিয়ে দেখার পর পুলিশের এক আধিকারিক জানান, “এই ঘটনার সঙ্গে জঙ্গি কর্ম কাণ্ডের কোন সম্পর্ক নেই বলেই মনে করা হচ্ছে। তবে আমরা এ বিষয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাই না।”

গত শুক্রবার আবার সিআইএসএফ-এর বাস লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ সামনে আসে। জঙ্গি সংগঠনের কিছু সদস্যরা মিলে গ্রেনেড ও গুলিসহ সেনার ওপর হামলা করে বলে জানা যায়। ঘটনাস্থলে একজন জওয়ানের মৃত্যু হওয়ার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং এরপর তদন্তে নেমে সিআইএসএফ দ্বারা 2 জইশ জঙ্গির নিধন করা হয়। ফলে শুক্রবার সেনা জওয়ানদের ওপর হামলার ঘটনা এবং এ দিন প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে মাত্র 12 কিলোমিটার দূরে বিস্ফোরণের ঘটনায় চিন্তা বেড়েছে প্রশাসনের।

প্রসঙ্গত, জম্মুর সাম্বা এলাকায় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে প্রায় হাজার হাজার দলের কর্মী অংশ নেবেন বলে জানা যাচ্ছে। কর্মসূচি শেষে কাশ্মীর বাসীর উদ্দেশ্যে গণতন্ত্রের বার্তাও দেবেন মোদি।সামনেই কাশ্মীরের বুকে ভোট। ফলে সূত্রের খবর, এর আগে মোদির সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে জয়ী পঞ্চায়েত সদস্যদের সঙ্গে আলোচনাতেও বসবেন প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে ভোটের পূর্বে এলাকার পরিস্থিতি বুঝে নেওয়াই যে দলের লক্ষ্য, তা বলাবাহুল্য।

এছাড়াও, সাম্বার পল্লী গ্রামকে বর্তমানে কার্বনমুক্ত সোলার গ্রাম হিসেবে কেন্দ্রের ঘোষণার পর সেই এলাকায় পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মোদি। কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে যে, পল্লীগ্রামে বর্তমানে 500 kv এর সোলার প্লান্ট নির্মাণ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় 350 পরিবার বর্তমানে বিদ্যুৎ পেতে চলেছে এবং ভবিষ্যতে তা আরও বিস্তার লাভ করবে বলে জানায় সরকার। ফলে এই সকল ব্যবস্থা পরিদর্শন এবং এলাকায় পঞ্চায়েত ব্যবস্থার উন্নতি সকলের সামনে তুলে ধরাই প্রধান লক্ষ্য প্রধানমন্ত্রীর।

Sayan Das

সম্পর্কিত খবর