বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলি উৎসব মাঝেই গতকাল ভাটপাড়ায় (Bhatpara) বোমা ফেটে শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে পুনরায় একবার এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো সর্বত্র। এদিন অর্জুন (Arjun Singh) গড় ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল শ্রমিক লাইন হতে বোমা উদ্ধার করতেই শোরগোল ছড়িয়ে পড়েছে গোটা ভাটপাড়া এলাকায়। এক্ষেত্রে কারা কিংবা কেন এই বোমা রেখেছে, সে বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গতকাল ভাটপাড়ার প্রেমচাঁদ নগর এলাকায় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে সেটি ফেটে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় একজন শিশুর মৃত্যু হওয়ার পাশাপাশি অপর এক শিশু সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। উক্ত ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করার পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চলেছে পুলিশ আর এর মাঝেই এবার পুনরায় একবার উদ্ধার হল তাজা বোমা।
গতকাল ঠিক কি ঘটেছিল? ভাটপাড়ার প্রেমচাঁদ নগর এলাকার কাকিনাড়া স্টেশন চত্বরে গতকাল দুটি বোমা পড়েছিল, তবে সেটিকে বল ভেবে খেলতে গিয়েই বাঁধে বিপত্তি। আচমকাই প্রবল শব্দে ফেটে যায় বোমা এবং এই ঘটনায় গুরুতর জখম হয় দুই শিশু। এই ঘটনায় এক শিশু মারা যাওয়ার পাশাপাশি অপর বাচ্চাটির হাত উড়ে যায়।
বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। এক্ষেত্রে বোমা উদ্ধার করার পাশাপাশি জখম শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের দাবি অনুযায়ী, স্টেশন চত্বরে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়েই মুহূর্তের মধ্যে তা ফেটে যাওয়ায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দুই শিশু। এক্ষেত্রে একজনকে বাঁচানো সম্ভব না হলেও অপর শিশু সংকটজনক অবস্থায় ভর্তি হয় হাসপাতালে।
এদিন ভাটপাড়ায় রেললাইনের ধারে তাজা বোমা পড়ে থাকতে দেখে পরবর্তীতে সেটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এলাকাবাসীরা। এক্ষেত্রে কোন উদ্দেশ্যে সেই বোমা গুলি রাখা হয়েছে কিংবা এলাকায় আর অন্যত্র কোন বোমা মজুত রাখা হয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “পঞ্চায়েত নির্বাচন আসন্ন আর তার আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতে চাইছে তৃণমূল। সেই কারণেই বোমা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে। বাংলার বিভিন্ন প্রান্তে এই কারবার ছড়িয়ে পড়েছে। বর্তমানে মানুষ আতঙ্কিত।”