খাপ খাওয়াতে পারছি না রাজনীতির সঙ্গে, প্রার্থী হতে বললেও হতাম না! দেবের বিস্ফোরক ভিডিও ভাইরাল

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় চলছে নির্বাচনী মরশুম। বিভিন্ন দিকে চলছে রাজনৈতিক তর্জা। এরই মাঝে সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের (Dev) এক মন্তব্যে শোরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে। আজকের রাজনীতির সঙ্গে খাপ খাওয়াতে পারছি না, বুঝে উঠতে পারছি না কিসের নির্বাচন- সাংসদ দেবের এই মন্তব্য নিয়ে তোলপাড় রাজনীতি।

বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সপ্তর্ষী বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে প্রচারে গিয়ে সেই প্রচারের মঞ্চ থেকেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ দেব। মঞ্চে দাঁড়িয়েই তিনি প্রশ্ন রাখলেন সমাজের তথাকথিত হিন্দু এবং মুসলিম নেতাদের কাছে, যারা ধর্মের নামে রাজনীতি করছেন।

   

kcbsdkjbsdkjb

লকডাউনের প্রসঙ্গ তুললেও বাদ রাখলেন না অভিনেতা সাংসদ দেব। লকডাউন প্রসঙ্গে তুলে তিনি বলেন, ‘লকডাউনের সময় এই সকল হিন্দু মুসলম নেতারা কোথায় ছিলেন? যখন লক্ষ লক্ষ শ্রমিকরা খাবার পাচ্ছিলেন না, বাড়ি ফিরতে পারছিলেন না, তখন কোথায় ছিলেন এই সকল নেতারা? যখন সত্যিই আপনাদের তাদের প্রয়োজন ছিল, তখন তাঁরা কথায় ছিলেন?’

অভিনেতা বলেন, ‘বিশ্বাস করুন, দিদি যদি আমাকে ২০২১-এ প্রার্থী হতে বলতেন, তাহলে আমি না বলতাম। কারণ আজকের রাজনীতি একদমই আলাদা। আজকের রাজনীতির সঙ্গে সত্যিই আমি খাপ খাওয়াতে পারছি না। বুঝেই উঠতে পারছি না এটা কিসের নির্বাচন’।

এরপরই দেবকে বলতে শোনা গেল, ‘আজকে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। যেখানে হিন্দু নেতারা হিন্দুদেরকে বলছেন, আপনারা আমাদেরকে ভোট দিন, আপনাদেরকে আমরা সুরক্ষা দেব। আর অন্যদিকে মুসলমান নেতারা মুসলমনাদের সুরক্ষা দেবার জন্য ভোট চাইছেন। একটু মাথা খাটান, ভাবুন। আসলে আমাদের দেশে সুরক্ষিত হচ্ছে সেই নেতারা, যারা ভোট নিয়ে হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই বাঁধিয়ে দিচ্ছেন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর