বাংলাহান্ট ডেস্ক : স্কুলের মাঠেই বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল দিনহাটার (Dinhata) নিগমনগর এলাকায়। জানা যাচ্ছে, দিনহাটার নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের মিড ডে মিলের (Mid Day Meal) ঘরের ঠিক পাশেই ঘটে এই বোমা বিস্ফোরণ। বৃহস্পতিবার রাতে ঘটে এই ঘটনাটি। বিস্ফোরণের বিকট আওয়াজে চমকে ওঠেন এলাকাবাসী। শব্দ শুনে সেখানে দৌড়ে যান আশপাশের বাসিন্দারা। আর স্থানীয়দের দেখতে পেয়েই সেখান থেকে পালায় দুষ্কৃতীরা। স্থানীয়রা তাদের ধরতে গেলে তারা বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ।
সূত্র মারফত জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের হস্টেলের মাঠ সংলগ্ন মিড ডে মিলের ঘরের পাশে একটি বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বাজারের লোকজন প্রবল হইচই শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় নিগমানন্দ আশ্রমের গেটের সামনে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারা।
এই ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সন্তোষ রায়। তিনি বলেন, ‘নিগমনগরের মত শান্ত এলাকায় কে বা কারা এরকম ঘটনা ঘটিয়েছে তার তদন্ত করুক পুলিশ প্রশাসন। তদন্তের পর তাদের শাস্তিরব্যবস্থা করুক।’ এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। নিগমনগর এলাকায় বেশ কিছুক্ষন পথ অবরোধও করে থাকেন তাঁরা। পরে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরই পাশাপাশি অপর একটি খবরে জানা যাচ্ছে, এদিনই দিনহাটা ভিলেজ-১ এলাকায় বাইকে করে এসে মনসুর মিয়া নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা ছোড়ে একদল দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।