এবার বিস্ফোরণ মদনের পাড়ায়! কামারহাটিতে বাড়িতে মজুত বোমা ফেটে আহত ২

বাংলা হান্ট ডেস্ক : ফের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল বাংলা। এবার কামারহাটিতে বিস্ফোরণ (Explosion in Kamarhati)। বুধবার দুপুরে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন দুই। পুলিস সূত্রে খবর বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ ঘটেছে। অবশ্য বাড়ির বাসিন্দাদের দাবি, সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর কামারহাটি ৫৪ নম্বর ধুবিয়াবাগানে বাড়িতে বসেই বোমা বাঁধার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে দুজন আহত হয় বলে জানা গিয়েছে। যার মধ্যে একজন গুরুতর আহত। নাম শেখ নিশান (৪২)। যদিও পরিবারের দাবি, রান্নার সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। বর্তমানে বিশাল পুলিস বাহিনী এলাকা ঘিরে রেখেছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিস সুবীর রায়ও উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। ঘটনাস্থলে রয়ছে দমকল বিভাগও।

এই ঘটনায় কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে এই ঘটনায় আহতের এক আত্মীয়র দাবিতে অসংগতি রয়েছে। তিনি একবার দাবি করেছেন, কেউ বোমা মেরে চলে গিয়েছে। আবার পরক্ষনে তিনি দাবি করে, সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিস।

bomb blast wb 2

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ব্যাগে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। ব্যস্ত সময়ে, কামারহাটির জনবহুল এলাকায় বোমা ফেটে গুরুতর জখম হন এক দুষ্কৃতী। বিস্ফোরণে আহত হন এক মহিলা-সহ আরও ২ জন। তাঁদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জখম দুষ্কৃতীকে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে।

এদিন সকাল ১১টা নাগাদ, কামারহাটিতে গ্যাস রিফিলিং সেন্টারের সামনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। প্রথমে পুলিশ দাবি করে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। যদিও বোমা ছোড়ার অভিযোগ তোলেন স্থানীয়রা। দমকল জানায়, সিলিন্ডার বিস্ফোরণ হয়নি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর