রাজস্থানের মাদ্রাসায় বিস্ফোরণ, ঝলসে গেল একাধিক পড়ুয়া! হাসপাতালে চলছে মৃত্যুর সঙ্গে লড়াই

বাংলা হান্ট ডেস্ক : ভারতের মাদ্রাসার (Madrasa) উপর থেকে বিপদের কালো মেঘ যেন সরছেই না। কখনও উত্তর প্রদেশ, তো কখনও অসম, সরকারি চাবুকে জর্জরিত হয়ে চলেছে মাদ্রাসা। এবার নেমে এলো দুর্ঘটনার আঘাত। তবে এবার রাজ্যটি হল রাজস্থান (Rajasthan)। মরুরাজ্যের কোটায় অবস্থিত একটি মাদ্রাসায় বৈদ্যুতিন তারে বিস্ফোরণে জখম হল ৪ পড়ুয়া। এরমধ্যে ৩ জনের অবস্থা বেশ গুরুতর বলে জানা যাচ্ছে।

কী ভাবে হল এই ঘটনা? ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কোটা শহরের দাদাবাড়ী এলাকায় একটি মাদ্রাসায় এই ঘটনাটি ঘটে। ঘটনার প্রতক্ষদর্শী আরশাদ আনসারি জানায় সন্ধ্যা ৬:৩০ নাগাদ এই ঘটনা ঘটে। মাদ্রাসায় তখন নামাজ পড়ার প্রস্তুতি চলছিল। ৫০ থেকে ৬০ জন মানুষ তখন হাজির ছিলেন। সেখানে মাদ্রাসার ৪ পড়ুয়া আলি আনসারি, জরয়ান, আরমান এনং গাজী দাঁড়িয়েছিল। এই জায়গার ৪ ফুট দূর দিয়ে যাওয়া ৩৩কেভি-র বৈদ্যুতিন তার বিস্ফোরণ ঘটে।

   

বিস্ফোরণের তীব্রতায় রীতিমতো ঝলসে যায় ওই ৪ পড়ুয়া। দ্রুত তাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতলে তাদের স্থানান্তর করা হয়। জানা যাচ্ছে, চোট গুরতর না থাকায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় গাজীকে। কিন্তু অন্য তিন পড়ুয়ার অবস্থা বেশ সংকটজনক। তাদের ভর্তি করা ওই হাসপাতলে।

rajasthan

এদের মধ্যে আলির চোট সবচেয়ে গুরুতর। বিস্ফোরণের আগুনে তার বুক ও পা পুরোপুরি ঝলসে গেছে। অপর দুই আহতের শারীরিক অবস্থা আপাতত স্থির বলেই জানা যাচ্ছে। খবর পেয়েই ঘটনা স্থলে পৌঁছয় পুলিস বাহিনী। সেখান হাসপাতালেও যায় পুলিসের বিশেষ দল। তবে, এই দুর্ঘটনায় কোনও আইনি ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর তিন পড়ুয়াই আপাতত বাইপারের সাহায্যে নিশ্বাস গ্রহণ করছে। তবে, কিভাবে এই দুর্ঘটনা ঘটন তা নিয়ে ধ্বন্দে রয়েছেন অনেকেই। কেউ বলছেন, ওই পড়ুয়ারা বৈদ্যুতিন তারটি স্পর্শ করে ফেলে। যার জেরেই এই দুর্ঘটনা। আবার অনেকেই দাবি ওই পড়ুয়াদের মোবাইল চার্জে দেওয়া ছিল। তবে সরকারি ভাবে পুলিস এখনও পর্যন্ত এই ঘটনার কারণ সনাক্ত করতে পারে নি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর