বীরভূমের TMC পার্টি অফিসের সামনে প্রবল বিস্ফোরণ! গভীর রাতে বোমার শব্দে কেঁপে উঠল গোটা এলাকা

বাংলা হান্ট ডেস্ক : আরও একবার বিস্ফোরণে কেঁপে উঠল তৃণমূলের পার্টি (Trinamool Congress Party Office) অফিস। এবারও অশান্তির জায়গা সেই বীরভূম (Birbhum)। সোমবার রাতে বীরভূমের পারুই থানার অন্তর্গত কুষটিগিরি গ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বোমা বিস্ফোরণ হয়। তবে তখন পার্টি অফিসে কেউ ছিল না বলেই জানা যাচ্ছে। তাই কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল পার্টি অফিসে আগে থেকেই মজুত ছিল বোমা। প্রচণ্ড গরমেই সেই বোমায় বিস্ফোরণ হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে তাঁরা বিকট শব্দ শুনতে পান। বেরিয়ে দেখেন তৃণমূল পার্টি অফিস থেকে ধোঁয়া বেরোচ্ছে। এর পর পার্টি অফিস খুলে দেখা যায়। পুড়ে গিয়েছে সমস্ত আসবাব। লন্ডভন্ড হয়ে রয়েছে পার্টি অফিস। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তবে অত রাতে পার্টি অফিস বন্ধ থাকায় কেউ হতাহত হননি।

tmc flg

এলাকাবাসীর দাবি, তৃণমূল পার্টি অফিসে আগে থেকেই বোমা মজুত ছিল। প্রবল গরমে সেই বোমাতেই বিস্ফোরণ হয়েছে। অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, বিস্ফোরণ অন্য কিছুতে হয়েছে। নইলে বাইরে থেকে কেউ বোমা ছুঁড়েছে। পার্টি অফিসে বোমা থাকলে তো বিস্ফোরণের তীব্রতায় ছাদ দেওয়ার উড়ে যেত। কিন্তু তেমন কিছু হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পাড়ুই থানার পুলিস।

বিরোধীদের দাবি, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের জন্য বোমা মজুত করা হয়েছিল। অভিযোগ মানেনি শাসক শিবির। জেলা পুলিস সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিস। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তেমন বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি।’

এই পারুই থানারই ভেড়ামারী গ্রামে কয়েক সপ্তাহ আগে বাড়ির শৌচালয়ে মজুদ করে রাখা বোমা ফেটে উড়ে যায় বাড়ির একাংশ। তারপরও একাধিকবার পারুই থানার বিভিন্ন গ্রাম থেকে উদ্ধার হয় বোমা। তারই মধ্যে এবার তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণ স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন। আতঙ্কিত এলাকার মানুষও।

Sudipto

সম্পর্কিত খবর