পশ্চিমবঙ্গে ফের বিস্ফোরণ! বোমার আঘাতে ঝলসে গেল এক রত্তি শিশুর দেহ, তুলকালাম রাজ্য

বাংলা হান্ট ডেস্ক : ফের বোমা ফেটে শিশু মৃত্যু পশ্চিমবঙ্গে (West Bengal)। মুর্শিদাবাদ জেলার সালারে সিপিএম (Communist Party of India) – তৃণমূল (Trinamool Congress) সংঘর্ষে বোমার আঘাতে মারাত্মক জখম হয় এক স্কুল পড়ুয়া। শনিবার সকালে এই ঘটনায় ওই স্কুল পড়ুয়ার দুই পা-সহ শরীরের একাধিক অংশ ঝলসে গিয়েছে। তাকে সেখান থেকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।

জানা গিয়েছে, জখম পড়ুয়ারা নাম আল্লারাখা শেখ (১২)৷ ষষ্ঠ শ্রেণির ছাত্র সে। অভিযোগ, পাড়ার একটি দোকানে যাওয়ার সময় দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় জখম হয় আল্লারাখা। পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। তারপর সেখান থেকে তাকে কাটোয়া নিয়ে আসা হয়েছে।

শনিবার সকাল থেকে ওই এলাকায় একটি জায়গাকে কেন্দ্র করে দু’পক্ষর মধ্যে বিবাদের সূত্রপাত। তার জেরেই গ্রামে এদিন বোমাবাজি শুরু হয়। ঠিক সে সময় আল্লারাখা শেখ নামে ওই পড়ুয়া পাড়ার একটি দোকানে যাচ্ছিল। তখনই তার সামনেই বোমা পড়ে। আর বোমার আঘাতে গুরুতর জখম হয় সে।

bomb blast3

জখম শিশুর দিদি পানু বেগমের অভিযোগ,”ভোটের পর থেকেই আমাদের গ্রামে তৃণমূলের লোকজন অত্যাচার চালাচ্ছে। রাস্তা দিয়ে গেলেই বোম, ইঁট যা পাচ্ছে তাই ছুঁড়ছে। আমার ভাইয়ের দিকেও বোমা ছোঁড়ে। আমরা এর বিচার চাই।”

পঞ্চায়েত ভোটের সময় থেকেই শাসকদলের সঙ্গে বিরোধীদের সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকা ভোটের পর থেকে এমনিতেই উত্তপ্ত। সালারের ধনডাঙা পঞ্চায়েত এলাকায় এদিন এই অশান্তি হয়। জানা গিয়েছে ওই পঞ্চায়েতে এবার ভোটে পরাজিত হয়েছে শাসকদল তৃণমূল। সিপিএম জয়লাভ করেছে। সিপিএমের অভিযোগ,তার জেরেই ধনডাঙা গ্রামে সিপিএম সদস্যদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। এমনকী, সিপিএম সদস্যদের গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ বিরোধী দলের।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর