মসজিদের পর এবার ট্রেন, ফের বিস্ফোরণ পাকিস্তান! মৃত একাধিক, সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানে (Pakistan) বৃহস্পতিবার সকালেই ট্রেনে ভয়ংকর বিস্ফোরণ। বালুচিস্তানের কোয়েটাগামী জাফর এক্সপ্রেসে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর সামনে এসেছে। এর কবলে পড়ে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে চারজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সুত্রে খবর, পেশোয়ার থেকে কোয়েটাগামী জাফর এক্সপ্রেস চিচাভাতনি রেলওয়ে স্টেশনের মধ্য দিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। ইকোনমি ক্লাসের ৬ নম্বর বগিতে বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পাক রেল মন্ত্রক।

এর আগে, দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলায় গুরুতর আহত হয়ন ২৫ জন পাক সেনা। প্রাণ হারান ১০ জন সেনা। হামলার জেরে ব্যাহত হয় পাকিস্তানের রেল পরিষেবা।

https://twitter.com/aisha786_khan/status/1626086219871563779?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1626086219871563779%7Ctwgr%5Ec10e672e270528b4d59056f119b733ee3f9b3b22%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-3554289526628368583.ampproject.net%2F2301261900000%2Fframe.html

জাফর এক্সপ্রেস উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার দিকে যাচ্ছিল। কোয়েটা থেকে ১৫০ কিলোমিটার দূরে বোলান জেলার মধ্য দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ইঞ্জিন সহ ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়। এই হামলায় গুরুতর আহত হয়েছেন ২৫ জন সেনা। মৃত ১০ সেনা। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

বোলান জেলার ডেপুটি কমিশনার আগা সামিউল্লাহ জানান, আহতদের নিকটবর্তী শহর সিবিতে সিভিল-মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে কোয়েটায় পাঠানো হয়। এক বিবৃতি দিয়ে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস বিজেঞ্জো। পাশাপাশি আহতদের পাশে থাকার নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে।

Sudipto

সম্পর্কিত খবর