বাংলা হান্ট ডেস্ক : আবারও একবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Train Accident) সাক্ষী থাকলো গোটা দেশবাসী। সংবাদসংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, বিশাখাপত্তনম থেকে রায়গড় যাওয়ার পথে ঘটেছে এই রেল (Indian Railways) দুর্ঘটনা। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছেন বহুজন। নিহতদের সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও তা ইতিমধ্যেই ৬ পেরিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ বিজিয়ানগরম জেলায়।
সূত্রের খবর, রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ বিজিয়ানগরম ক্রশ করছিল বিশাখাপত্তনম থেকে রায়গড়াগমী প্যাসেঞ্জার ট্রেনটি। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এরপর তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। এক্সপ্রেসের ধাক্কায় প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। অন্যদিকে পালাসা এক্সপ্রেসেরও দুটি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুর্ঘটনার নানা ছবি। ঘটনাস্থলে পৌঁছে গেছে উদ্ধারকারী দল। উদ্ধারকার্যে হাত লাগিয়েছে স্থানীয়রাও। হতাহতদের পরিসংখ্যান কনফার্ম না হলেও শতাধিক যাত্রী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা। উল্লেখ্য, মাস কয়েক আগেই বালেশ্বরে দু’টি ট্রেন এবং একটি মালগাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২৮০ জন।
আরও পড়ুন : এবার কলকাতায় তৈরি হচ্ছে ওয়াটারপ্রুফ রাস্তা! কীভাবে তৈরী হবে? জানলে অবাক হবেন
ঘটনা প্রসঙ্গে দুঃখ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তার অফিস থেকে পোস্ট করে জানিয়েছে, ‘‘বিজয়নগরম জেলার কণ্টকাপল্লিতে ট্রেন দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আধিকারিকদের দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।’’ আশেপাশের সমস্ত হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং হাসপাতালগুলিকেও সমস্ত পরিষেবার সাথে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
সূত্রের খবর, মর্মান্তিক এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। সাথে বিষয়টি নিয়ে রেল মন্ত্রণালয় এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।