বাংলা হান্ট নিউজ ডেস্ক: কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে দেখা গেল ফাস্ট বোলার যশপ্রীত বুমরার দুরন্ত পারফরম্যান্স। পাঁচ উইকেট নিয়ে প্রথম ইনিংসে আয়োজকদের ব্যাটিং লাইন আপে ধস নামান তিনি। ফলে প্রথম ইনিংসে মাত্র ২১০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ওয়ান্ডারার্স টেস্ট ম্যাচে ভারতের বাজে হারের পর নিজের বোলিংয়ের জন্য বুমরাও সমালোচনার মুখে পড়েছিলেন। গতকাল তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে দুর্দান্ত পারফরম্যান্সের পরে, যশপ্রীত বুমরা জানিয়ে দিয়েছেন যে তার বোলিং নিয়ে অনেকের অনেক মতামত থাকবে। কিন্তু সেইসব প্রতিক্রিয়া উপর গুরুত্ব দিয়ে মেজাজ হারানোর কোন মানে নেই।
৪২ রানে পাঁচ উইকেট নেওয়া বুমরাহ ম্যাচ শেষে বলেছেন, “অস্বাভাবিক কিছুই করিনি এই ম্যাচে ভালো পারফরম্যান্সের জন্য। নিজের স্বাভাবিক খেলাটা খেলেছি। আমি সত্যিই এসবে মনোযোগই দিই না এবং আমি বর্তমানের প্রতি মনোনিবেশ করেছিলাম এবং আমার যা করার ছিল তা করেছি। কোনও কোনও দিন আমি উইকেট পাব, আবার কোনও দিন অন্য কেউ উইকেট পাবে।”
বুমরা বলেছেন, “দুরকমেরই লোক আছেন যারা আপনার প্রশংসা করবে বা সমালোচনা করবে। এটি সেগুলিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। আমি বাইরের ব্যাপারে এত মনোযোগ দিই না কারণ তা সত্যিই কোনও সাহায্য করে না। আমি যখন বল করি, সেটাই শুধু আমার নিয়ন্ত্রণে থাকে। এমনও হতে পারে আমার বোলিং কেউ পছন্দ করেন আবার কেউ করেন না। কিন্তু আমি নিজের কাজটা করে যাই।”
চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ করতে পারে এমন কোনো ‘ম্যাজিক নম্বর’ উল্লেখ করেননি বুমরা। তবে তিনি বলেছিলেন যে প্রথম দুই টেস্টের তুলনায় কেপ টাউনের উইকেট কিছুটা পাটা এবং ব্যাটসম্যানরা তাদের শটের মূল্য পায়। বুমরা বলেছেন, “এটি নতুন বলের জন্য আদর্শ উইকেট, নতুন বল সুইং করে এবং বল পুরোনো হয়ে গেলে ব্যাটিং তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। আমরা সেই প্রবণতা দেখেছি, দ্বিতীয় ইনিংসে আমরা ভালো জুটি গড়ে সেটাকেই পুঁজি করার চেষ্টা করব।”