সন্ত্রাসবাদ ইস্যুতে নাম করেই রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে চিন-পাকিস্তানকে বিঁধলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

বাংলা হান্ট ডেস্কঃ আন্তর্জাতিক মঞ্চে নাম না তুলে সন্ত্রাসবাদ প্রসঙ্গে চিন-পাকিস্তানকে বিঁধলো ভারত বিদেশমন্ত্রী (External Minister)। এবার রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে দাঁড়িয়ে নাম না নিয়েই এই দুই প্রতিবেশী রাষ্ট্রকে একহাত নিল ভারত। বিশ্বে ভারতের সাথে পাকিস্তান চিন সংঘাত সর্বদা বর্তমান। হোক সেটা কাশ্মীর ইস্যু বা জঙ্গিদমন। সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে চিন ও পাকিস্তান! এই ইস্যুতেই নাম না করে প্রতিবেশী রাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

ঠিক কী বললেন বিদেশমন্ত্রী? বুধবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলে এই দুই রাষ্ট্রের নাম না নিয়েই তিনি বলেন, “কিছু দেশ আন্তর্জাতিক মঞ্চগুলির অপব্যবহার করছে সন্ত্রাসবাদে যুক্ত ব্যক্তিদের আশ্রয় দিতে এবং সন্ত্রাসবাদের সপক্ষে সাফাই দিতে।” পাশাপাশি তিনি বলেন, “সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতে আন্তর্জাতিক মঞ্চগুলি ব্যবহার করা হচ্ছে। বর্তমানের সংঘাতপূর্ণ পরিস্থিতি আরও স্পষ্ট করে দিয়েছে যে আন্তর্জাতিক মঞ্চে বাকি সাধারণ বিষয়ের মতো আলোচ্য নয় সন্ত্রাসবাদের বিষয়।”

শুধু তাই নয় তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদের চ্যালেঞ্জকে রুখতে গোটা বিশ্ব যেখানে একজোট হওয়ার পরিকল্পনা, প্রচেষ্টা করছে, সেখানেই আন্তর্জাতিক মঞ্চগুলি সন্ত্রাসবাদে জড়িতদের সপক্ষে সাফাই দেওয়ার জন্য অপব্য়বহৃত হচ্ছে”। নাম উল্লেখ না করলেও এই হুঁশিয়ারি যে প্রতিবেশী দেশ চিন ও পাকিস্তানের জন্য, তা বোঝার অবকাশ রাখে না।

s jaishankar .

এরপর বর্তমান সময়ের কথা মনে করিয়ে বিদেশমন্ত্রী বলেন “বর্তমান সময়ে সবথেকে বেশি প্রয়োজন পরিবর্তন। আমি নিশ্চিত যে গোটা বিশ্ব, বিশেষ করে দক্ষিণ অংশ ভারতের এই চিন্তাধারার সঙ্গে সহমত। আমরা সকলেই জানি নিরাপত্তা কাউন্সিলের সঠিকভাবে প্রতিনিধিত্ব ও সদস্যসংখ্যা বৃদ্ধি নিয়ে বিগত তিন দশক ধরে আলোচনা চলছে। সংস্কার নিয়ে যখন উদ্দেশ্যহীনভাবে বিতর্ক চলেছে, সেই সময়েই আসল বিশ্ব নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর