বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি। সেই সঙ্গেই ডায়মন্ড হারবারের সাংসদ। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম করেই তোলাবাজির চেষ্টা। এবার এই ঘটনাতেই তৎপর পুলিশ। শেক্সপিয়ার সরণী থানার পুলিশের তরফ থেকে এক বিজেপি (BJP) বিধায়ককে তলব করা হয়েছে। ইমেলের মাধ্যমে তাঁকে তলব করা হয়েছে বলে খবর।
অভিষেকের (Abhishek Banerjee) নাম করে তোলাবাজি! তৎপর পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজির এই ঘটনায় বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব করেছে পুলিশ। কোচবিহার দক্ষিণের বিধায়ক তিনি। জানা যাচ্ছে, গতকালে রাতে ইমেল করে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। ৩ দিনের মধ্যে নিখিলরঞ্জনকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
জানা যাচ্ছে, অভিষেকের (Abhishek Banerjee) নামে তোলাবাজির এই ঘটনার সূত্রে কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের দাবি, এমএলএ হস্টেলের ওই রুম কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের নামে বুক করা হয়েছিল।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! হঠাৎ বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার
এই ঘটনার প্রেক্ষিতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একজন বিজেপি বিধায়কের সুপারিশেই ঘর দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছি। এমএলএ হস্টেলের অফিশিয়াল রেকর্ড থেকে সেটা জানানো হয়েছে। ঘর যাকে দেওয়া হয়েছিল, তাঁর নাম, আধার কার্ডের নম্বর রেকর্ড করা হয়েছে। আমাদের নিরাপত্তার দিক থেকে যতটুকু দরকার, আমরা নিই। তবে কে কার সুপারিশে ভেতরে ঢুকছেন সেটা জানা থাকে না। অসৎ উদ্দেশ্য নিয়ে যদি কেউ ভেতরে প্রবেশ করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব’।
এদিকে সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বৃহস্পতিবার তৃণমূল নেতা তথা কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তকে ফোন করে ৫ লক্ষ টাকা দাবি করা হয়। তাঁকে বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে।
কালনা পুরসভার চেয়ারম্যানকে বলা হয়, তাঁর বিরুদ্ধে একাধিক জায়গা থেকে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। এই নিয়ে যে কোনও মুহূর্তে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পুলিশ। তবে ৫ লক্ষ টাকা দিলে পুলিশি ধরপাকড় থেকে মুক্তি মিলবে বলে জানানো হয়। এরপর পাল্টা চেয়ারম্যানকে দিয়ে প্রতারকদের ফাঁদে ফেলার পরিকল্পনা করে পুলিশ।
ইতিমধ্যেই অভিষেকের (Abhishek Banerjee) নামে তোলাবাজি কাণ্ডের সূত্রে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, এমএলএ হস্টেলের যে ঘরে ওই ৩ জনকে পাওয়া গিয়েছিল, সেটি পদ্ম বিধায়ক নিখিলরঞ্জন দে-র নামে বুক করা। সেই জন্যই পুলিশের তরফ থেকে তাঁকে তলব করা হয়েছে বলে খবর।