মিলবে বাড়তি মেট্রো! রবিবার WBCS দিতে যেতে নো প্রবলেম! ভোগান্তি এড়াতে দেখুন সময়সূচি

বাংলাহান্ট ডেস্ক : আগামী ১৮ আগষ্ট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS) মেন পরীক্ষা। সেই কথা মাথায় রেখেই আগামী রবিবার অর্থাৎ ১৮ অগস্ট চলবে অতিরিক্ত মেট্রো। আটটি অতিরিক্ত মেট্রো (Kolkata Metro) চলবে বলে খবর। অন্যান্য রবিবার আপ এবং ডাউন মিলিয়ে কবি সুভাষ থেকে দমদম এবং দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ১৩০টি মেট্রো চলে।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) নয়া আপডেট

তবে ১৮ অগস্ট WBCS পরীক্ষা থাকার কারণে আরোও আটটি অতিরিক্ত মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ (Metro Railway)। আগামী ১৮ আগষ্ট সকাল ৭টায় দমদম থেকে প্রথম মেট্রো ছাড়বে। আবার ওই একই সময়ে ছাড়বে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো। মেট্রো রেল কর্তৃপক্ষ আরোও জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল সওয়া ৭টা নাগাদ ছাড়বে। 

আরোও পড়ুন : ‘মেয়েকে বিক্রি করে..’বুকে যন্ত্রণা,তবু শিরদাঁড়া সোজা রেখে যা বললেন ‘অভয়া’র বাবা; কেঁদে ফেলবেন

তবে দিনের শেষ মেট্রোর (Kolkata Metro) সময় কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানা গিয়েছে। কলকাতা মেট্রোর (Kolkata Metro) মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই প্রসঙ্গে জানান, ১৮ অগস্ট অর্থাৎ রবিবার ডব্লিউবিসিএস (West Bengal Civil Service) মেন পরীক্ষা থাকায় অতিরিক্ত মেট্রো চালানো হবে। পাবলিক সার্ভিস কমিশনের অনুরোধ জানিয়েছে বাড়তি ট্রেন চালানোর জন্য।

আরোও পড়ুন : কনফার্ম খবর! দীর্ঘ টালবাহানার পর জম্মু-কাশ্মীরে হচ্ছে ভোট! কবে ডেট দিল নির্বাচন কমিশন?

রবিবার সকাল ৭টায় দমদম এবং কবি সুভাষ দু’দিক থেকেই চালু হবে মেট্রো পরিষেবা। পরবর্তী ট্রেনটি সাড়ে ৭টা, তার পর ৮টা এবং সাড়ে ৮টায় চলবে। সকাল ৭টা ১৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালু হবে। এরপর থেকে অন্যান্য রবিবারের মত একই সময়ে চলবে মেট্রো। কৌশিক মিত্র জানান, অন্যান্য রবিবার যেমন সকাল ৯টা থেকে মেট্রো পরিষেবা চালু হয়, আগামী রবিবার (১৮ অগস্ট) তেমনটা হবে না।

Metro

ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সে দিন সকাল ৭টা থেকে মেট্রো চালু করা হবে। এই ট্রেনগুলিতে কেবল সিভিল সার্ভিস পরীক্ষার্থীরাই যাবেন এমন নয়। ওই দিন সকাল থেকেই মেট্রোতে যাতায়াত করতে পারবেন সাধারণ যাত্রীরাও। তবে প্রত্যেক রবিবারের মতোই মেট্রো পরিষেবা (Metro Service) বন্ধ থাকবে গ্রিন লাইন ১, ২, পার্পল এবং অরেঞ্জ লাইনে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর