হচ্ছিল বাচ্চাদের হোমটাস্কের কথা, হঠাৎ পরকীয়া শুরু দুই অভিভাবকের!তারপর যা হল..আপনার কল্পনাতীত

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সন্তানের স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আলাপ। সন্তানের হোমওয়ার্ক নিয়ে কথা বলার জন্য ব্যক্তিগতভাবে শুরু চ্যাটিং। তবে সেই কথোপকথন যে এভাবে পরকীয়ার (Extra Marital Affair) রূপ নেবে সেটা হয়ত কেউই ভাবেননি। এভাবেই দুই বিবাহিত পুরুষ ও নারী জড়িয়ে পড়লেন প্রেমের সম্পর্কে।

এক বিচিত্র পরকীয়ার (Extra Marital Affair) কাহিনী

তারপর সংসার ছেড়ে সিদ্ধান্ত নিলেন পালিয়ে যাওয়ার। চিনের (China) হেনান প্রদেশে ঘটে গেছে এমনই ঘটনা। জ়াং নামের চার সন্তানের মা অবৈধভাবে পরকীয়ার (Extra Marital Affair) সম্পর্কে জড়িয়ে পড়েন তারই সন্তানের এক সহপাঠীর বাবা ওয়েনের সাথে। অনলাইন ম্যাট্রিমনির মাধ্যমে সম্বন্ধ করে বিয়ে হয় জ়াং-এর।

আরোও পড়ুন : ভারতের বিরোধিতা করলে আর নয় বিদেশি অনুদান! NGO-গুলিকে কড়া হুঁশিয়ারি দিয়ে নতুন নোটিস কেন্দ্রের

তবে জানা গেছে, জ়াং বিয়ের পর থেকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থার শিকার হতেন। অপরদিকে দুই সন্তানের পিতা ওয়েন ভালোবেসে ফেলেন জ়াংকে। দুজনেই সিদ্ধান্ত নেন সংসার ছেড়ে পালিয়ে যাওয়ার। বাড়ি থেকে পালিয়ে তারা গিয়ে পৌঁছান তিয়াংজিনে। সেখানে পাঁচ বছর থাকার পর অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জ়াং এব‌ং ওয়েন ফিরে আসেন হেনানে।

Extra Marital Affair

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়া জ়াং নতুনভাবে সংসার করার স্বপ্ন দেখেছিলেন ওয়েনের সাথে। তাই সংসার ও সন্তানদের ছেড়েই পালিয়ে যান জ়াং ও ওয়েন। বেশ কিছু বছর তিয়াংজিনে থাকেন তারা। নতুনভাবে স্বপ্ন সাজিয়ে শুরু করেছিলেন জীবন। তবে বিবাহবিচ্ছেদের পর জ়াং ও ওয়েন চেয়েছিলেন নতুন করে সংসার শুরু করতে।

আরোও পড়ুন : ১১ দফা গাইডলাইন! আবাস সমীক্ষার বিতর্ক সামাল দিতে নয়া পদক্ষেপ! সরকারের এক সিদ্ধান্তে তোলপাড়

তাই জ়াং যখন সন্তানসম্ভবা হয়ে ওঠেন তখন তারা ফের চলে আসেন চিনের হেনান প্রদেশে। সোশ্যাল মিডিয়ায় এখন বেশ ভাইরাল চীনের এই যুগলের পরকীয়ার (Extra Marital Affair) কাহিনী। অনেকেই এই প্রেমের সম্পর্ককে বেশ ইতিবাচক চোখে দেখলেও, অনেকেই নিন্দা করেছেন এমন ঘটনা ঘটানোর জন্য।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X