বাংলা হান্ট ডেস্ক : পুজো শুরু হয়ে গেছে রাজ্যে। যদিও শহর কলকাতায় পুজো শুরু হয়েছে সেই প্রথমা থেকেই। প্রখমা থেকে শহরের বিভিন্ন মন্ডপে মন্ডপে ভিড়ের ঢল চোখে পড়ার মতো। দ্বিতীয় ও তৃতীয়, চতুর্থীর আকাশ পরিষ্কার থাকায় সেই সুযোগকে হাতছাড়া করেনি আমজনতা। সকলে সপরিবারে বেরিয়ে পড়েছেন পুজো দেখতে। পুজোর সময় বৃষ্টির পুর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। তাই শহরের বাইরে থেকেও কলকাতার পুজো প্যান্ডেল ও ঠাকুর দর্শন করতে ভিড় জমাচ্ছেন মানুষ। আর পুজোর ভিড়ে ট্রেনে ভিড় লক্ষ্যনীয়। একদিকে হাওড়া অন্যদিকে শিয়ালদা দুটি জংশনেই মারকাটারি ভিড়। তাই পুজোয় ভিড় সামাল দিতে একাধিক বাড়তি ট্রেন ঘোষনা করলে রেল দফতর।
পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে একগুচ্ছ বাড়তি ট্রেন চালানোর কথাও ঘোষনা করা হয়েছে রেল দফতরের তরফ থেকে। শুধু লোকাল ট্রেনেই নয় দুরপাল্লার ট্রেনের সংখ্যাও বাড়াচ্ছে রেল দফতর। কলকাতা থেকে আলিপুরদুয়ার অবধি ন জোড়া ট্রেন বাড়িয়েছে রেল দফতর। এছাড়াও সপ্তমী থেকে নবমী অবধি হাওড়া মেন শাখায় বেশ কয়েকটি বিশেষ ট্রেন দিয়েছে রেল। দশমীর দিন বিকেল তিনটে অবধি সেই ট্রেন চলবে বলেই খখবর।
অন্যদিকে বাদ যাচ্ছে না শিয়ালদহ মেন শাখাও। পঞ্চমী থেকে নবমী রাত ও দশমী দুপুর অবধি বিশে ট্রেন চালাবে রেল। অন্যদিকে 1 অক্টোবর থেকেই দুরপাল্লার জন্য বিশশেষ ট্রেন চালানোর কথা ঘোষনা করা হয়েছে। শুধু আলিপুরদুয়ারই নয় দর্শকদের ভিড়ের ঢল নামে শালিমার-ভঞ্জপুর রুটেও। তাই সেই রুটে 13 জোড়া ট্রেন চালাবে রেল।
এছাড়াও পুজো উপলক্ষ্যে যাত্রীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় তার জন্য সাঁতরাগাছি-পুরী-সাঁতরাগাছি বিশেষ ট্রেন, শালিমার-পুরী-সাঁতরাগাছি এসি স্পেশাল ট্রেন, সাঁতরাগাছি-চেন্নাই-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন। এছাড়াও, সাঁতরাগাছি থেকে নিউ জলপাইগুড়ি ও পুদুচেরি সহ সহ বেশ কয়েকটি জায়য়গার জন্য বিশেষ ট্রেন চালাবে রেল।