নির্বাচনে হারের জের তিন পঞ্চায়েত প্রধানকে চরম শাস্তি অনুব্রতর, ক্ষোভে ফুঁসছে কর্মীরা

বাংলা হান্ট ডেস্কঃ গোটা বাংলায় তৃণমূলের (All India Trinamool Congress) জয়ের দাবি করেছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। পাশাপাশি তিনি নিজের জেলা বীরভূমে (Birbhum) সব আসনই জেতার চ্যালেঞ্জ জানিয়েছিলেন। বাংলা জয় হয়েছে, কিন্তু মাত্র একটি আসনের জন্য বীরভূম জেলায় ক্লিন সুইপ হয়নি তৃণমূলের। বীরভূম জেলার দুবরাজপুরে বিজেপির প্রার্থী জয়ী হয়েছেন। আর সেই কারণে শাস্তির খাড়া নেমে এল দুবরাজপুরের তিন পঞ্চায়েত প্রধানের উপর।

প্রাপ্ত খবর অনুযায়ী, দুবরাজপুরে তৃণমূল প্রার্থী হারার কারণে তিন পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার বালিজুড়ি, হেতমপুর আর গোয়ালিয়ারা পঞ্চায়েত প্রধানরা বিডিও অফিসে গিয়ে নিজেদের ইস্তফা জমা দিয়েছেন।

ইস্তফা দেওয়া পঞ্চায়েত প্রধানরা জানিয়েছেন যে দলীয় সিদ্ধান্তের কারণেই তাঁদের পদত্যাগ দিতে হয়েছে। ওনারা জানিয়েছেন, দল প্রধান করেছিল আর দলের নির্দেশেই পদ ছেড়েছি। অন্যদিকে, তিন প্রধানের অপসারণের কারণে নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ বেড়েছে।

tmc flag

দুবরাজপুর ব্লকের তৃণমূল সভাপতি ভোলানাথ মিত্র জানিয়েছেন যে, দলীয় প্রার্থী হেরে যাওয়ার কারণেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর