মাস্ক পরেই আনলক হয়ে যাবে iPhone, বিশ্বে প্রথম এই প্রযুক্তি আনল Apple

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, করোনা মহামারী আসার পর দুর্দশাগ্রস্থ মানুষের জীবন। আর্থিক এবং সামাজিক টানাটানির মধ্যে বিপর্যস্থ সারা বিশ্ব। যদি আমরা টেকনোলজির দিকে যাই, তবে করোনা মহামারীতে সবচেয়ে বড় সমস্যা যেটি দেখা দিয়েছে তা হল মাস্ক এবং মোবাইলের ব্যবহার। বর্তমানে করোনা মহামারি থেকে বাঁচার প্রধান সম্বল হলো মুখে মাস্ক পরা। বিশ্বের প্রায় সকল চিকিৎসক বলেছেন মাস্ক ছাড়া রাস্তায় চলার কোন গতি নেই। ফলে এখানে সৃষ্টি হয়েছে সমস্যা।

পূর্বে মোবাইলে ফেস আইডি ব্যবহার করে ফোন আনলক করার সুযোগ সুবিধা পেত ফোন ব্যবহারকারীরা। কিন্তু বর্তমানে মাস্ক পরে থাকার ফলে ইউজারদের চিহ্নিত করতে পারছেনা একাধিক ফোনের সিস্টেম। ফোনের এই ফিচারটি ব্যবহার করতে বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষেরা। তবে এই অবস্থার মধ্যেও একটি সুখবর এনেছে আইফোন সংস্থা। সূত্রের খবর, আইফোনের ফেস মাস্ক ব্যবহার করেও ফেস আইডি ফিচারটি ব্যবহার করা যাচ্ছে। অ্যাপেল ওয়াচ পরে মাস্ক পরা অবস্থাতেও আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

তবে আইফোনের যে সকল ভার্সনে এই ফেস আইডি ফিচারটি ব্যবহার করার সুবিধা পাচ্ছে ফোন ব্যবহারকারীরা তা বলা যায় না। খবর অনুযায়ী বর্তমানে iOS 15.4 দ্বারা আইফোন টুয়েলভ এবং আইফোন থার্টিন-এ ফিচারটি ব্যবহার করা যাচ্ছে। তবে এর মধ্যেও রয়েছে কিছু প্রতিবন্ধকতা। যেমন মাস্ক পরা অবস্থায় চশমা পরা থাকলে এই ফিচারটি কাজ করবে না কিংবা শুধুমাত্র 12 এবং 13 সংস্করণে এই ফিচারটি ব্যবহার করার সুযোগ পাবে আইফোন ব্যবহারকারী।

apple logo

আপনি যদি আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন তবে প্রথমেই আইফোনের সেটিংস অ্যাপটি খুলে নিন এবং তারপর ফেস আইডি ফিচার এগিয়ে ফেস আইডি এবং পাসকোড এন্টার করে দিন। তারপর মাস্ক যুক্ত ডুগলের ফেস আইডি ব্যবহার করতে হবে; তারপর ফেস আইডি এবং মাস্ক নামক অপশনটি বেছে নিয়ে মাস্কসহ সেই ফেক আইডি সেটআপ করে নিলেই আপনি পেয়ে যাবেন মাস্ক যুক্ত ফেস আইডি ব্যবহার করার সুবিধা।


Sayan Das

সম্পর্কিত খবর