বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের মামলা দ্রুত গতিতে বেড়েই চলেছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য মাস্ক পরা অনিবার্য। আর সেই কারণে সবাই মাস্ক, ফেস শিল্ড (face shield) বানানোর নতুন নতুন পদ্ধতি বের করছে। সোশ্যাল মিডিয়ায় (social media) এরকমই একটি ফেস শিল্ড বানানোর ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। ওই ভাইরাল ভিডিওতে (Video Viral) এক যুবককে মাত্র কয়েক সেকেন্ডেই ফেস শিল্ড বানিয়ে পরতে দেখা যাচ্ছে। এই ভিডিও দেখার পর, আপনিও এরকম শিল্ড বানাতে পারবেন সহজেই।
করোনার সংক্রমণ থেকে বাঁচার সবথেকে ভালো পদ্ধতি হল ফেস শিল্ড ব্যবহার করা। তবে দামি হওয়ার কারণে অনেকেই এই পদ্ধতি অবলম্বন করেন না। আর অভাবি এবং প্রয়োজনীয় মানুষের কথা মাথায় রেখে এই যুবক বাড়িতেই সহজ উপায়ে ফেস শিল্ড বানানোর পদ্ধতি শেখাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হওয়া এই ভিডিওতে ওই যুবককে একটি প্লাস্টিকের খালি বোতল থেকে ফেস শিল্ড বানাতে দেখা যাচ্ছে।
https://twitter.com/AwanishSharan/status/1288364614183317504
২৯ সেকেন্ডের এই ভিডিওতে এক যুবক প্রথমে কোল্ড ড্রিংকের দুই লিটারের একটি খালি বোতল নেয়। এরপর সে ওই বোতলের উপরের অংশ আর চীনের অংশ কেটে ফেলে। এরপর ওই যুবক ওই বোতলকে একদিক থেকে পুরোপুরি কেটে দেয়। বোতল টাইট থাকার কারণে ফেস মাস্ক মুখ থেকেও গলবে না। প্লাস্টিকের বোতল খুলে সে সহজেই মুখে পরে নেয় আর। যুবকের ওই ভিডিও দেখে অনেকেই প্রশংসা করছে। আর এমন সহজেই এবং বিনা খরচে এই মাস্ক বানানোর প্রক্রিয়ায় অনেকের সুবিধাও হবে।