চুরি গিয়েছে তথ্য, অবশেষে স্বীকার করল ফেসবুক

বাংলাহান্ট ডেস্কঃ জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের (Facebook) বিরুদ্ধে ডেটা লিকের অভিযোগ বহু দিনের। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ কখনোই তা স্বীকার করেনি। বরং তারা বার বার এই সব অভিযোগকে ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছে। তবে এবার ডেটা লিকের তথ্য স্বীকার করল ফেসবুক।

images 2020 07 12T151526.228

সংস্থার তরফ থেকে বলা হয়েছে, 5,000 টি অ্যাপ ডেভলপার কোম্পানির একটি ছোট্ট ভুলের কারনে ব্যবহারকারীদের প্রোফাইল এবং ডেটা অ্যাক্সেস করবার সুবিধা পেয়ে গিয়েছিল। প্ল্যাটফর্মে উপস্থিত একটি বাগের কারণেই তা সম্ভব হয়েছিল।

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের প্রকাশ যে কোনো সামাজিক মাধ্যম সংস্থার নিয়মগুলির বিরোধী । 2018 এর পরে, ব্যবহারকারী যদি 90 দিনের জন্য কোনও অ্যাপ ব্যবহার না করে তবে প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে বিকাশকারীদের ব্যবহারকারীর ডেটা অ্যাক্সেস করা থেকে বিরত রাখে। ৯০ দিন পার হলে ডেটা অ্যাক্সেস করবার জন্য অনুমতি নিতে হয়। তবে সেবার এই লক সিস্টেমটিও পুরোপুরি ব্যার্থ হয়েছিল।

তবে এর জন্য ফেসবুক অবশ্য গ্রাহকের ঘাড়েই দোষ চাপিয়েছে,” আমরা দেখেছি যে কিছু অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের ডেটা অবিচ্ছিন্নভাবে অ্যাক্সেস পাচ্ছিল, যা আগে অনুমোদিত ছিল। এমনকি 90 দিনের জন্য ব্যবহৃত হয়নি এমন অ্যাপ্লিকেশনও এই তালিকায় রয়েছে। এটি যখন ঘটতে পারে যখন ব্যবহারকারী একবার প্রয়োজন মতো একটি অ্যাপ্লিকেশন অ্যাক্সেস দেয় এবং তার সম্পর্কে ভুলে যায়”।

এই মুহুর্তে ফেসবুক দাবি করেছে তারা এই বাগটিকে ঠিক করেছে, প্ল্যাটফর্মে আর সমস্যা নেই। যদিও ঠিক কতজনের ডেটা লিক হয়েছে সে ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে ফেস বুক।

 

সম্পর্কিত খবর