কনফার্ম খবর! এবার ‘স্মার্ট’ হচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ! বার্তা পাবেন ফেসবুক-ইউটিউবে, কেসটা কী?

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে তাল মিলিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আধুনিকতর হচ্ছে। এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সেই লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) এবার সোশ্যাল মিডিয়ায়! উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বার্তা পৌঁছে দেওয়া হবে ছাত্রছাত্রী, অভিভাবক সহ বিভিন্ন মহলে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) বিশেষ উদ্যোগ

বর্তমান প্রজন্মের অধিকাংশই রয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক-ইউটিউব এখন সবার মুঠোফোনে বন্দি। এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেই পৌঁছে যেতে চাইছে বিভিন্ন মহলে। মনে করা হচ্ছে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে আরো দ্রুত পৌঁছে যাওয়া যাবে পড়ুয়াদের কাছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বুধবার থেকে চালু করেছে ফেসবুক ও ইউটিউব চ্যানেল।

আরোও পড়ুন : সনু নিগমের পাশের মেয়েটি আজ বলিউডের জনপ্রিয় গায়িকা, জানেন তিনি কে?

একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি, ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন, ফর্মপূরণ সহ বিভিন্ন বার্তা দেওয়া হবে এখান থেকেই। সংসদের (West Bengal Council of Higher Secondary Education) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, অভিভাবকরাও আজকাল অ্যাকটিভ থাকেন সোশ্যাল মিডিয়ায়। তবে সংসদের ওয়েবসাইটে তাদের বিশেষ একটা আগ্রহ নেই। সেই কারণে আমরা সোশ্যাল মিডিয়ায় এসেছি। ইউটিউবে গিয়ে https://www.youtube.com/@wbchse1975 ক্লিক করলে পৌঁছে যাওয়া যাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চ্যানেলে।

আরোও পড়ুন : আয় কোটি টাকা, জানেন বলিউডের কোন অভিনেত্রী সর্বাধিক ধনী?

এতদিন পর্যন্ত সংসদ নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে সব ধরনের নোটিফিকেশন আপডেট করত। পরীক্ষার তারিখ, রেজিস্ট্রেশন, ও আরো নানা তথ্যের হদিস পাওয়া যেত সংসদের (West Bengal Council of Higher Secondary Education) ওয়েবসাইটে। তবে এবার থেকে সোশ্যাল মিডিয়ায় গেলেই এসব কিছুর তথ্য পাওয়া যাবে সহজে। প্রযুক্তিগত দিক থেকে উন্নত হলেও এখনো কিন্তু খাতা পরীক্ষার সময় বারবার ধরা পড়ে অসংখ্য ভুল।

Big news for higher secondary Examinee

এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ‘মূল্যায়ন প্রক্রিয়া নির্ভুল করতে পর্ষদ এই বছর বিষয়ভিত্তিক মডেল আনসার স্ক্রিপ্ট আগাম পাঠিয়েছে পরীক্ষকদের কাছে। ভুল থাকা খাতার পরীক্ষক, স্ক্রুটিনিয়ার এবং প্রধান পরীক্ষকদের সতর্ক করা হয়েছে।’ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছিলেন, ‘ভুল সংশোধনে আমরা অঞ্চলভিত্তিক প্রধান পরীক্ষকদের সঙ্গে দ্রুত বৈঠক করব। এত ভুল কেন হচ্ছে?‌ সেটা তাঁদের থেকে জানতে যাওয়া হবে।’


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর