বাংলাহান্ট ডেস্ক : নিজের ফেসবুক (Facebook) খুলে অনেকেই আঁতকে উঠছেন! বুঝেই উঠতে পারছেন না যে, তাঁদের প্রিয় সোস্যাল সাইটে ঠিক হচ্ছেটা কী!জানা গিয়েছে, ফেসবুকে একটি বাগের কারণে রাতারাতি লাখ লাখ ফলোয়ার উধাও হয়ে গেছে। এমনকি মেটা সিইও মার্ক জুকারবার্গও এমন সমস্যা থেকে রেহাই পাননি।
মার্ক জুকারবার্গের ফলোয়ার এখন মাত্র 9,993। তার পেজে এই ফলোয়ারের সংখ্যা দেখাও যাচ্ছে। অন্য অনেক ব্যবহারকারীও হঠাৎ ফলোয়ার হারানোর অভিযোগ করেছেন। অন্যদিকে বলা হচ্ছে, ফেক ফলোয়ারদের ছাঁটাই করার জন্য এমন কাণ্ড হয়েছে। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে মার্ক জুকারবার্গের এত্তো ফলোয়ার ভুয়ো ছিল কিনা।
অন্যদিকে, মেটা সম্প্রতি হাই-এন্ড রিয়েলিটি হেডসেট চালু করেছে। এটিকে মার্ক জুকারবার্গ তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। নতুন হেডসেটটির নাম দেওয়া হয়েছে Meta Quest Pro এবং এর দাম রাখা হয়েছে $1,500 অর্থাৎ প্রায় 1,23,459 টাকা। বলা হচ্ছে এই হেডসেটটি স্বাভাবিক মুখের অভিব্যক্তিও ট্র্যাক করবে।
মেটা কোয়েস্ট প্রো কোম্পানির একটি নতুন পণ্য। অনেক প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে এটি চালু করা হয়েছে। আপনাদের বলে রাখি, কোম্পানি কোয়েস্ট 2 প্রথম 2020 সালে চালু করেছিল। গেমারদের কথা মাথায় রেখে বিশেষভাবে মেটা কোয়েস্ট প্রো চালু করা হয়েছে। মেটা আশা করছে মেটা কোয়েস্ট প্রো এর 15 মিলিয়ন ইউনিট বিক্রি হবে।