মিয়া খলিফাকে ‘মৃত’ ঘোষনা ফেসবুকের, ‘বেঁচে উঠে’ উত্তর দিলেন প্রাক্তন পর্ন তারকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা (mia khalifa) নাকি প্রয়াত! গুঞ্জনের মূলে আবারো সেই ফেসবুক। রাতারাতি মিয়ার ফেসবুক অ্যাকাউন্টটি ‘স্মরণীয়’ করে দেওয়া হয় ফেসবুক থেকে। যার অর্থ দাঁড়ায়, অ্যাকউন্টটির অধিকারিণী মিয়া প্রয়াত হয়েছেন। তাই তাঁকে সম্মান জানিয়ে অ্যাকাউন্টটিকে স্মরণীয় করে দেওয়া হল। ঠিক যেমনটা করা হয়েছিল লেখিকা তসলিমা নাসরিনের ক্ষেত্রে।

বাস্তবেই কি প্রাক্তন অ্যাডাল্ট ছবি তারকা প্রয়াত হয়েছেন? নাকি তসলিমার মতো এও ফেসবুকের তরফেই কোনো গণ্ডগোল? উত্তর দিয়েছেন মিয়াই। হ‍্যাঁ, টুইটারে একটি হাস‍্যকর মিম শেয়ার করে তিনি জানিয়েছেন, দিব‍্যি বহাল তবিয়তে বেঁচে আছেন তিনি। কিন্তু ফেসবুকের কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা।


অবশ‍্য ফেসবুকের এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ এর মতো আচরণ প্রথম নয়। কিছুদিন আগেও কথা নেই বার্তা নেই, বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের ফেসবুক অ্যাকউন্টটিকে ‘স্মরণীয়’ করে দেওয়া হয় ফেসবুকের তরফে। টুইটারে ক্ষোভ উগরে দিয়ে লেখিকা জানান, তিনি জীবিত। তাঁর অ্যাকাউন্ট যেন ফেরত দেওয়া হয়। অতীতে আর্নল্ড শোয়ার্ৎজেনেগার, জ‍্যাকি চ‍্যান, জিম ক‍্যারির মতো হলিউড অভিনেতাদেরও মৃত‍্যুর গুজব ছড়িয়েছিল।


প্রসঙ্গত, লিবিয়ায় জন্মগ্রহণ করলেও কয়েক বছর পরেই পাকাপাকি ভাবে আমেরিকায় বসবাস শুরু করেন মিয়া। তাঁর পর্ন ইন্ডাস্ট্রিতে আসাটাও বেশ অদ্ভূত ঘটনা। ছোট থেকেই ওজন বেশি হওয়ায় মানুষের ঠাট্টা তামাশার পাত্রী হতে হতো মিয়াকে। কিন্তু কলেজ পাশ করার পর নিজের চেষ্টায় ওজন ঝড়িয়ে আকর্ষণীয় ফিগারের অধিকারিণী হয়ে ওঠেন তিনি।

স্বাভাবিক ভাবেই তখন থেকে সবার নজরে আসতে শুরু করেন মিয়া। এই মনোযোগটা হেলায় হারাতে রাজি ছিলেন না তিনি। এই কারণেই তাঁর পর্ন ইন্ডাস্ট্রিতে যোগদান। তবে হিজাব পরে অভিনয় করায় তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।

মাত্র তিন মাস পর্ন ইন্ডাস্ট্রিতে ছিলেন মিয়া। তারপরেই তিনি ছেড়ে দেন অ্যাডাল্ট ছবির জগৎ। কিন্তু ওই তিন মাসেই স্বপ্নাতীত জনপ্রিয়তা পেয়েছিলেন মিয়া। এখন ইন্ডাস্ট্রি ছাড়লেও মডেলিং কেরিয়ার বজায় রেখেছেন তিনি। অনুরাগীদের জন‍্য খোলামেলা পোশাকে ছবি, ভিডিও পোস্ট করেন নিয়মিত।

সম্পর্কিত খবর

X