আর্থিক লেনদেনের বিশ্বব্যবস্থায় তবে কী বদল আনতে চলেছে ফেসবুকের ডিজিটাল মুদ্রা

 

বাংলা হান্ট ডেস্ক : ‘লিব্রা’ নামে ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি বাজারে আসতে পারে আগামী বছরের মধ্যেই।তথ্যভাণ্ডারের সুরক্ষা নিয়ে কাঠগড়ায় কারণ ব্যবসার মুনাফা এখন মন্দায়।মাথার উপর ঝুলছে জরিমানার খাঁড়া। এই অবস্থায় ঘুরে দাঁড়াতে এ বার আর্থিক বাজারে নামতে চাইছে ফেসবুক। এবার নিজস্ব ‘ডিজিটাল মুদ্রা’ তৈরি করছে ফেসবুক। শুধু তৈরিই নয়, ডিজিটাল প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সি ছাড়ার জন্য ইতিমধ্যেই আঁটঘাট বেঁধে নেমে পড়েছে মার্ক জাকারবার্গ। ‘লিব্রা’ নামে এই ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি বাজারে আসতে পারে আগামী বছরের মধ্যেই।

 

তবে জানা গেছে বাঁধ সাধছে আমেরিকা এবং ইংল্যান্ড।ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে একগুচ্ছ প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন জাকারবার্গের কাছে। কিন্তু সে সব কাটিয়ে সত্যি সত্যি লিব্রা বাজারে এলে সারা বিশ্বের ব্যাঙ্কিং এবং অর্থনৈতিক ব্যবস্থার ভিতই নাড়িয়ে দিতে পার
তবে এই ব্যবস্থায় টাকার মতোই লেনদেন করা যায়।

a3ea9 img 20190620 wa0008

যেমন কোনও জিনিস কিনে বিক্রেতা যদি নিতে প্রস্তুত থাকে, তাহলে ক্রিপ্টোকারেন্সি দিয়ে টাকা মেটানো যায়। পেটিএম, ফোন পে, গুগল পে-র মতো অ্যাপ বেসড মানি ট্রান্সফার সিস্টেম, যার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সংযোগ করতে হয়।সেটা যেমন লেনদেন করা যেতে পারে, তেমনই শেয়ার, মিউচুয়াল ফান্ডের মতো বিনিয়োগও করা যেতে পারে। এই ক্রিপ্টোকারেন্সি কাজ করে ব্লকচেন প্রযুক্তিতে, যা অত্যন্ত সুরক্ষিত ও নিরাপদ।লিব্রা বাজারে এলে সারা বিশ্বের ব্যাঙ্কিং এবং অর্থনৈতিক ব্যবস্থার ভিতই নাড়িয়ে দিতে পারে। জালিয়াতির সম্ভাবনা অনেক কমবে যার ফলে।


সম্পর্কিত খবর