বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (taslima nasrin)! না, একথা আমরা বলছি না। এমন দাবি করছে ফেসবুক। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতে, প্রখ্যাত লেখিকা ‘মৃত’। তাই তাঁর অফিশিয়াল অ্যাকাউন্টটি রাতারাতি ‘স্মরণীয়’ করে দেওয়া হয়েছে। আজব কাণ্ড দেখে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন লেখিকা।
তসলিমা নাসরিনের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টটি খুললেই দেখা যাবে, সেটি ফেসবুকের তরফে ‘স্মরণীয়’ করে দেওয়া হয়েছে। সাধারনত কোনো নামী ব্যক্তি প্রয়াত হলেই এই বিশেষ মর্যাদা দেওয়া হয় তাঁকে। এর আগে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রেও দেখা গিয়েছিল এমনটা। অভিনেতার মৃত্যুর পর তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ‘স্মরণীয়’ করে দেওয়া হয়েছে।
তবে কি দুঃসংবাদ? সত্যিই প্রয়াত হয়েছেন তসলিমা? ফেসবুকের কাণ্ডে প্রথমটা বুক কেঁপে উঠেছিল অনুরাগীদের। কিন্তু ধোঁয়াশা কাটালেন খোদ লেখিকাই। টুইটারের শরণাপন্ন হয়ে ফেসবুকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি নিজের অ্যাকাউন্ট ফেরত চাইলেন।
একটি টুইটে তসলিমা লিখেছেন, ‘ফেসবুক আমাকে মেরে ফেলেছে। অথচ আমি জীবিত। অসুস্থ, শয্যাশায়ী এমনকি হাসপাতালেও নেই। কিন্তু ফেসবুক আমার অ্যাকাউন্টটি স্মরণীয় করে দিয়েছে।’ অপর একটি টুইটে নিজের ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি জীবিত রয়েছি। কিন্তু আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্ট স্মরণীয় করে দিয়েছেন। কী ধরনের দুঃসংবাদ এটা! কীভাবে করতে পারেন এটা? আমার অ্যাকাউন্ট ফেরত দিন।’
#Facebook killed me. I am alive. Not even sick or bedridden or hospitalized, but facebook memorialized my facebook account.
— taslima nasreen (@taslimanasreen) January 18, 2022
https://twitter.com/taslimanasreen/status/1483395772876206080?t=XAHRPAkn-MqmXZhCLcJwYw&s=19
বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ফেসবুক ও টুইটারে লেখালেখি করতে দেখা যায় বাংলাদেশের এই বিতর্কিত লেখিকাকে। মাস কয়েক আগে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মুখ খোলায় তসলিমার ফেসবুক আ্যাকাউন্টটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এবারে এমন ঘটনা কেন ঘটল তা জানা যায়নি।