Viral: ‘proudly single’ কথাটা অনেকের জন্য খাটলেও, সকলের জন্য এই কথাটা প্রযোজ্য নয়। বাস্তব জীবন থেকে ডেটিং সাইট তন্ন তন্ন করে প্রেমিকা খোঁজার পরও যদি তা না মেলে? নিজের ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া আর কি বা করার থাকতে পারে আপনার। কিন্তু প্রেমিকা পাওয়ার জন্য আরো এক কদম এগিয়ে ফেসবুকে নিজেকে বিক্রির বিজ্ঞাপনই দিয়ে বসলেন এক যুবক।
এই মুহুর্তে সামাজিক মাধ্যম ফেসবুক নেটিজেনদের ব্যাবসা বাড়াতে এক অভিনব সুযোগ করে দিয়েছে। নেটিজেনরা তাদের ব্যাবসার বিজ্ঞাপন ফেসবুকে দিয়ে নিজেদের ব্যাবসা বাড়িয়ে নিতে পারেন এখন। কিন্তু ৩০ বছরের অ্যালান নিজেকে বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। অবশ্য এই বিক্রি টাকা পয়সার জন্য নয়। প্রেমিকা খুঁজে পাওয়ার জন্য।
অ্যালান ক্লেটন প্রায় এক দশক ধরে নিজেকে ‘সিঙ্গেল’ বলে দাবি করেছেন। এই বিজ্ঞাপনে তিনি নিজেকে ‘মুক্ত’ এবং ভাল অবস্থায় আছেন বলেছেন। সামাজিক মাধ্যমে এই বিজ্ঞাপন দেওয়ার পর থেকেই তার ইনবক্সে বয়ে গিয়েছে মেসেজের বন্যা। সবাই তাকে শুভকামনার বার্তা দিয়েছেন।
সামাজিক মাধ্যম বা ডেটিং অ্যাপসে অনেকেই মনের মতো সঙ্গী বা সঙ্গিনী খুঁজে পান। তবে প্রেমিকার খোঁজে রীতিমতো বিজ্ঞাপন! না অ্যালান ছাড়া আর কেউ এমনটা করেছেন কিনা মনে করতে পারছেন না নেটাগরিকদের কেউই।