এই পাত্রের বিয়ের দায়িত্ব এবার নাকি ফেসবুকের!

বাংলা হান্ট ডেস্ক: কেরলের বাসিন্দা ৩৪ রঞ্জীশ
মঞ্জরি গত সাতবছর ধরে বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন এই ব্যক্তি। আত্মীয়–পরিজন থেকে ম্যাট্রিমোনিয়াল সাইট, সব জায়গা থেকেই হতাশ হন তিনি। তাই এবার বাধ্য হয়ে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছেন। ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি বিয়ের পাত্রী খুঁজছেন

f188f img 20190629 wa0011

এছাড়াও বিভিন্ন ম্যাট্রমোনিয়াল সাইটে নিজের বিয়ের জন্য পাত্রী খুঁজেছেন কিন্তু পাননি। রঞ্জীশ ফেসবুকে #ফেসবুকম্যাট্রিমোনি তৈরি করে বিয়ের জন্য পাত্রীর খোঁজ করছেন। গত সপ্তাহেই পেশায় ফটোগ্রাফার। হিন্দু। জাতি নিয়ে কোনও সমস্যা নেই।’‌ ফেসবুকে এই পোস্টের পর রঞ্জীশের ফোন ক্রমাগত বেজে যাচ্ছে।

শুধু তাই নয়, এক সপ্তাহের মধ্যে এই পোস্টটি ৪০ হাজার শেয়ার হয়েছে। ভারত, অস্ট্রেলিয়া, বাহারিন, সৌদি আরব এবং আমেরিকা থেকে বিয়ের জন্য প্রস্তাব আসতে শুরু করে দিয়েছে।

সম্পর্কিত খবর