বাংলা hunt ডেস্ক: ২০১৩ সালের কথা, হঠাৎ একদিন কিম কার্দাশিয়ান ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন একটি সেল্ফি, যা অন্যান্য সেল্ফির তুলনায় খানিকটা আলাদা।তার মুখে রক্তমাখা সেল্ফি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।এমন কেনো করলেন কিম ? এই প্রশ্ন তখন তার ভক্ত থেকে শুরু করে নেটিজেন সকলের মনে এই প্রশ্ন ঘুরে বেড়ায়।পরবর্তী সময়ে জানা যায় কিম যা করেছেন তা আদতে একপ্রকার ফেসিয়াল।যা পরিচিত ” ভ্যাম্পায়ার ফেসিয়াল ” নামে।
পরবর্তী সময়ে বর্তমান প্রজন্মের মধ্যে এই ধরনের ফেসিয়াল করানোর ধুম পড়ে যায়।যদিও বর্তমানে সম্পূর্ণ অন্য এক চিত্র স্পষ্ট আমাদের সামনে।এই ধরনের ফেসিয়াল আদতে মৃত্যু কে আহ্বান জানানো এমনটাই লক্ষ্য করা যাচ্ছে।সম্প্রতি এই ধরনের স্পা করার ফলে এই আই ভি আক্রান্ত হলেন দুই মহিলা, ঘটনাটি ঘটেছে মেক্সিকোর আলবুক্যার্ক শহরে।
প্রসঙ্গত, এই ধরনের ফেসিয়ালের ক্ষেত্রে নিজের শরীরের রক্ত কে মুখে প্রবেশ করানো হয় ইনজেকশনের দ্বারা, তাতে ত্বক থাকে সতেজ।এদিকে ফেসিয়ালের প্রভাবে এইচ আই ভি তে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে মেক্সিকো প্রশাসন, ইতিমধ্যে তারা সংশ্লিষ্ট পার্লারে যারা এই ধরনের ফেসিয়াল করিয়েছেন তাদের সকলের রক্ত পরীক্ষার নির্দেশ দেওয়ার পাশাপাশি পার্লারে ও তালা লাগিয়ে দিয়েছেন ।