মুসলিমদের থেকে সামগ্রী কিনলেই ৫১০০ টাকা জরিমানা! পঞ্চায়েতের ভাইরাল বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক

বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বর ইস্যুতে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বক্তব্যকে সমর্থনের অপরাধে কানহাইয়ালাল নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়। বর্তমানে রাজস্থানের এই ঘটনায় উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ। ভারতের বিভিন্ন প্রান্তে বিতর্কের রেশ ক্রমশ বিস্তৃত হয়ে চলেছে। অপরাধীদের ফাঁসির দাবি থেকে শুরু করে গোটা ঘটনার নিন্দার সরব হয়েছে দেশবাসী। তবে এর মাঝেই গুজরাট থেকে একটি খবর সামনে উঠে আসছে, যা সেই বিতর্ককে আরো উস্কে দিয়েছে।

কানহাইয়ালালের হত্যার প্রতিবাদে মুসলিম ফেরিওয়ালাদের পণ্য বয়কট সম্পর্কিত একটি চিঠি বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে চলেছে। ঘটনাটি ঘটেছে গুজরাটের বনাসকান্তা জেলায়। এখানে একটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি চিঠি ভাইরাল হয়েছে, যেখানে মুসলিম ফেরিওয়ালাদের বয়কট করার সিদ্ধান্ত জারি করা হয়। ভাইরাল চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে যে, এলাকায় মুসলিম ফেরিওয়ালাদের কাছ থেকে কেউ যদি কোন রকম জিনিস কেনে, তবে তাকে ৫১০০ টাকা জরিমানা দিতে হবে। শুধু তাই নয়, সেই জরিমানাটি পরবর্তীকালে গোশালায় দান করা হবে।

উল্লেখ্য, চিঠিটিতে ৩০ শে জুনের তারিখ উল্লেখ করা রয়েছে। এখানে পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর সহ আরো বেশ কয়েকজনের সই রয়েছে বলে খবর এবং এটির ওপরে লেখা রয়েছে, ‘সত্যমেব জয়তে’। ফলে স্বভাবতই আচমকা মুসলিম ফেরিওয়ালাদের বয়কটের এই সিদ্ধান্তে উত্তাল হয়ে পড়েছে গোটা রাজ্য। বর্তমানে এই চিঠিকে হাতিয়ার করে নরেন্দ্র মোদি এবং গুজরাটের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা জিতেন্দ্র পিঠাদিয়া।

তবে এই চিঠিটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই প্রসঙ্গে বনাসকান্তা জেলা উন্নয়ন আধিকারিক বলেন, “যে পঞ্চায়েতের পক্ষ থেকে চিঠিটি ভাইরাল হয়ে চলেছে, সেখানে বর্তমানে প্রশাসক থাকলেও কোন পঞ্চায়েত প্রধান নির্বাচন করা হয়নি। উক্ত পঞ্চায়েতের প্রশাসকের গলাতেও একই সুর শোনা যায়। তিনি বলেন, “আমাদের পঞ্চায়েত দ্বারা এই চিঠিটিকে সমর্থন করা হয় না। এমনকি যদি কেউ এই ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ফলে এই চিঠিটি আদেও পঞ্চায়েতের পক্ষ থেকে লেখা হয়েছে, নাকি এটি জাল তা সম্পর্কে স্পষ্ট ধারণা মেলেনি। তবে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে কোনো উস্কানিতে পা দিতে বারণ করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত করার আশ্বাস দিয়েছে তারা।

Sayan Das

সম্পর্কিত খবর