প্রত্যেক দেশবাসীকে ৫ হাজার করে টাকা দিচ্ছে কেন্দ্র? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিজ্ঞপ্তি

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি সময়ে কিছুজনের ফোনে একটি ম্যাসেজ আসতে দেখা যাচ্ছে। যেখানে লেখা থাকছে, নীচে থাকা লিঙ্কে ক্লিক করে ফর্ম পূরণ করলেই ৫০০০ টাকা পেয়ে যাবেন স্বাস্থ্য মন্ত্রকের করোনা তহবিল থেকে। আগামী ১৫ ই জানুয়ারির মধ্যেই এই ফর্ম পূরণ করতে হবে, তবেই পেয়ে যাবেন ৫০০০ টাকা।

এমন ম্যাসেজ ছড়িয়ে পড়তেই মঙ্গলবার প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য যাচাইকারী ট্যুইটার হ্যান্ডেলের (@PIBFactCheck) তরফে দাবি করা হয়, এমন ম্যাসেজ সম্পূর্ণ ভুয়ো। বাস্তবে এই বিষয়ের কোন সত্যতা নেই। বিষয়টা সম্পূর্ণ ভুয়ো।

প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য যাচাইকারী ট্যুইটার হ্যান্ডেলের (@PIBFactCheck) পক্ষ থেকে ট্যুইটারে একটি ছবি পোস্ট করে বলা হয়, ‘করোনাভাইরাস তহবিল থেকে ৫,০০০ টাকা দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক- এমন ভুয়ো ম্যাসেজ বর্তমান সময়ে ঘুরে বেড়াচ্ছে। এই ম্যাসেজ সম্পূর্ণ ভুয়ো। দয়াকরে কেউ এই ভুয়ো ম্যাসেজটি ফরোয়ার্ড করবেন না। এইধরনের সন্দেহজনক কোন ওয়েবসাইটে নিজেদের কোন তথ্য দেবেন না’।

জেনে নিন কি লেখা ছিল সেই ভুয়ো ম্যাসেজে-

করোনা আবহে ভারত সরকারের পক্ষ থেকে ৫০০০ টাকা পাওয়া যাবে। আর তার জন্য করতে হবে একটি ফর্ম পূরণ। এখনই এই ফর্ম ফিলাপ করে স্বাস্থ্য মন্ত্রকের করোনা তহবিল থেকে ৫০০০ টাকা পেয়ে যান। আর আপনি যদি এই ৫০০০ টাকা পেতে চান, তাহলে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। সেইসঙ্গে আরও বলা হয়েছে, আগামী ১৫ ই জানুয়ারির মধ্যেই এই ফর্ম ফিলাপ করতে হবে। তবেই আপনি এই টাকা পেয়ে যাবেন।

Smita Hari

সম্পর্কিত খবর