বদলে যাচ্ছে বহু পুরোনো নিয়ম? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট, বিপদে পড়ার আগেই জানুন

বাংলা হান্ট ডেস্কঃ ৬০ বছর বয়সে অবসর গ্রহণ করেন কেন্দ্রের সরকারি কর্মীরা (Government Employees)। বহু বছর ধরেই এই নিয়ম চলে আসছে। তবে সম্প্রতি অবসর সংক্রান্ত একটি পোস্ট নিয়ে সমাজমাধ্যমে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, দেশের কেন্দ্র সরকারি কর্মীদের জন্য অবসরের বয়স (Retirement Age) বাড়িয়ে করা হয়েছে ৬২ বছর। শুধু তাই নয়, কেন্দ্রীয় (Central Government) মন্ত্রীসভার অনুমতিক্রমেই এই সিদ্ধান্ত বলেও দাবি করা হচ্ছে। সত্যিই কি এই সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার?

ভাইরাল বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে ভারত সরকার একটি মন্ত্রীসভার বৈঠকের মাধ্যমে সরকারি কর্মীদের অবসর সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র সরকারি কর্মীদের অবসরগ্রহণের বয়স বাড়িয়ে ৬২ বছর করা হয়েছে যা আগামী ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারের এই সিদ্ধান্তের ফলে কেন্দ্র সরকারি কর্মীরা আরও অতিরিক্ত ২ বছর কাজের সুযোগ পাবেন। ফলত সরকার এবং কর্মী উভয়েই উপকৃত হবেন।

জানিয়ে রাখি, সমাজমাধ্যমে তুমুল ভাইরাল (Viral Post) হয়ে যাওয়া এই পোস্ট সম্পূর্ণ মিথ্যা। কেন্দ্র সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB Fact Check) সাফ জানিয়ে দিয়েছে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থাৎ কেন্দ্র সরকারি কর্মীদের (Government Employees) অবসরগ্রহণের বয়স ৬০ থেকে ৬২ বছর করা হয়নি।

Chief Secretary stern warning to Government employees against influencing transfers

আরও পড়ুন: ‘সরকারের একাংশ বাঁচাতে চাইছে পার্থকে..,’ কারা? জামিন মামলায় ‘বিস্ফোরক’ বিচারপতি

এই বিষয়ে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের অগাস্ট মাসে লোকসভায় কেন্দ্র সরকার জানিয়েছিল যে এই ধরনের কোনও প্রস্তাবনা বিবেচনা করা হচ্ছে না। সম্প্রতি ক্যাবিনেট বৈঠক বা সপ্তম পে কমিশনের তরফে অবসরের বয়স বাড়ানোর কোনও প্রস্তাবনা আনা হয়নি। এই বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে না বলেও জানানো হয়েছে পিআইবি-র তরফে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর