সহজ প্রশ্নের উত্তর দিলেই ছয় হাজার টাকা পুরস্কার দেবে ভারতীয় রেল! ভাইরাল হচ্ছে বিজ্ঞপ্তি

বাংলাহান্ট ডেস্ক : নেট দুনিয়ায় আবারও বড় ধরনের জালিয়াতির ছায়া। মাত্র কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর দিলের ভারতীয় রেল আপনার ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দেবে নগদ ছ’হাজার টাকা। শুনে লোভ লাগছে তো? ভাবছেন একবার চেষ্টা করতেই দোষ কি? সকাল সকাল যদি ছ’হাজার টাকা রোজগার হয়ে যায় তাহলে আর মন্দ কী?

কিন্তু সাবধান! ভুলেও ক্লিক করবেন না ওই লিঙ্কে। নিমেষে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক একাউন্টে থাকা আপনার যাবতীয় পুঁজি।কষ্ট করে তিলে-তিলে যত টাকা জমিয়েছেন তা চোখের পলকেই হাওয়া হয়ে যাবে। এই ব্যাপারে সাবধান করছে স্বয়ং ভারতীয় রেল মন্ত্রক। নিজেদের ওয়েবসাইটে পোস্ট করে ভারতীয় রেল জানিয়েছে এই জাতীয় কোনও বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেনি। এটা পুরোপুরি ভাবেই একটা জালিয়াত দলের কাজ। পদের ফাঁদে পা দেবেন না।

তাই সাবধান! ছ’হাজার টাকা রোজগারের লোভে নিজের সর্বস্ব খোয়াবেন না। সচেতন হন। সচেতন করুন। সোশ্যাল মিডিয়া সাইট Koo-তে একটি পোস্ট করে গ্রাহকদের সতর্ক করেছে ভারতীয় রেল। পাশাপাশি প্রতারকদের ভুয়ো ওয়েবসাইটও ধরিয়ে দিয়েছে।

dolon

রেলের স্পষ্ট কথা, এই ম্যাসেজ ও ওয়েবসাইটটি সম্পূর্ণ ভুয়ো। এর সঙ্গে ভারতীয় রেলের কোনও সমরক নেই। এরকম ম্যাসেজ আর ওয়েবসাইট থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের দূরে থাকারও পরামর্শ জাহির করা হয়েছে।

Sudipto

সম্পর্কিত খবর