১৫ জুনের পর আবারও দেশে জারি হবে সম্পূর্ণ লকডাউন! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল খবর

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে দেশে যেমন করোনার ভাইরাসের মামলা বেড়ে চলেছে, তেমনই আরেকদিকে দেশে গুজবও বেড়ে চলেছে। বিগত কিছুদিন ধরে একটি ম্যাসেজ ভাইরাল হচ্ছে যেখানে দেশে ১৫ জুন থেকে আবারও লকডাউন জারি হবে বলা হচ্ছে। ওই ম্যাসেজের কারণে সবাইকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে।

অনেকেই আছেন যারা যাতায়াতের জন্য টিকিট বুক করেছেন, তাঁরা এখন কি করবেন বুঝতে পারছেন না। একটি সংবাদ সংস্থার নাম করে এই ফেক নিউজ ভাইরাল করা হচ্ছে। ওই ফেক ম্যাসেজে বলা হচ্ছে যে, ১৫ জুন থেকে দেশে আবারও সম্পূর্ণ লকডাউন জারি হবে। স্বরাষ্ট্র মন্ত্রালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হচ্ছে ওই ম্যাসজে।

যদিও প্রেস ইনফরমেশন ব্যুরো এর ফ্যাক্টচেক টিম ওই ম্যাসেজকে ভুয়ো বলেছে। ‘PIB ট্যুইট করে বলেছেন যে, ‘সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, স্বরাষ্ট্র মন্ত্রালয় দ্বারা ট্রেন আর বিমান পরিষেবা বন্ধ করার সাথে সাথে ১৫ জুন থেকে আবারও দেশে লকডাউন জারি হবে। এটা সম্পূর্ণ ভুয়ো তথ্য আর এরকম বিভ্রান্তিমূলক খবর থেকে দূরে থাকুন।”

এটাই প্রথম না যে লকডাউন আর করোনা নিয়ে এরকম কোন ভুয়ো খবর ভাইরাল হয়ে গেলো আর সবাই সেই খবরের কারণে বিভ্রান্তিতে এর আগেও বহুবার এরকম খবর ছড়িয়েছে। বিশেষ করে শ্রমিকদের নিয়ে এরকম ভুয়ো খবর বেশ কয়েকবার ছড়িয়েছে আর তাঁরা বাড়ি ফেরার জন্য স্টেশনে অথবা রাস্তায় এসে জড় হয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর